নিউজ পোল ব্যুরো: লন্ডনে গিয়ে কলকাতা-লন্ডন সরাসরি বিমানের আর্জি জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনেই মিলেছে সাড়া। ব্রিটিশ এয়ারওয়েজ (british airways) সপ্তাহে দু’দিন কলকাতা-লন্ডন (Kolkata-London Flight) সরাসরি বিমানের পরিকল্পনা করছে বলেই মিলেছে খবর। সূত্রের খবর কলকাতায় এসে যাত্রী সংখ্যা নিয়ে সমীক্ষা করবে বিমান কর্তৃপক্ষ। বিমান পরিষেবা চালু নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাথমিক পর্যায়ের আলোচনা।
যদি বিজনেস ও ফার্স্ট ক্লাসে যাত্রী পূর্ণ হয়ে যায় তাহলে বিমান সংস্থা লাভবান হবে। এই নিয়েই আলোচনা চলছে। লন্ডনে গিয়েই মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলা থেকে লন্ডন খুব বেশি দূরে নয়। কিন্তু সরাসরি বিমান না থাকার কারণে অনেকেটা সময় লেগে যায়। তিনি বলেছিলেন, “বাংলা বেশি দূরে না। কিন্তু লন্ডন থেকে একটা সরাসরি বিমান হলে খুব ভালো হয়। আমি ইউকের অ্যাম্বাস্যাডরকে বলব যদি বিষয়টা দেখেন। আগে ব্রিটিশ এয়ারওয়েজ ছিল। এখন সরাসরি বিমান পরিষেবা চালু হলে সুবিধা হবে।” মমতার সেই কথা নিয়েই আলোচনা শুরু করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। বিমান চালানোর ক্ষেত্রে সমস্ত খুঁটিনাটি দিক খতিয়ে দেখা হচ্ছে। সোমবারের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারেও বণিকসভাতে একই আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “কলকাতা-লন্ডন সরাসরি বিমান চালু করুন। ব্রিটিশ এয়ারওয়েজকে বিনীত অনুরোধ। যাঁরা প্রথম আসবেন, তাঁদের জ্বালানিতে ছাড় দেব। অন্ডালে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে। একটাও সিট খালি থাকবে না। আমরা প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছি।”
আরও পড়ুনঃ BJP Leader Murder: বিজেপি নেতা খুনে গ্রেফতার অভিযুক্ত, রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দলের
উড়ান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, ‘যাঁরা প্রথমে আসবে, আমরা তাঁদের আগে জ্বালানিতে কর ছাড় সংক্রান্ত সুবিধা দেব।’ মুখ্যমন্ত্রী বলেছিলেন, বর্তমানে কলকাতা থেকে লন্ডন (Kolkata-London Flight) যেতে ১৮ ঘণ্টা সময় লাগলেও সরাসরি কোনও উড়ানে সেই সময় লাগে ৮ ঘণ্টা। যদি সরাসরি বিমান চালানো যায় তাহলে সময় অনেকেটা কম্বে বলেই উল্লেখ করেন বাংলার মুখ্যমন্ত্রী। এখন লন্ডন যেতে হলে কলকাতা থেকে নয়াদিল্লি বা মুম্বই যেতে হয় বা দুবাই, কাতার থেকে ফের লন্ডনের বিমান ধরতে হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT