Leopard: চা বাগানে লেপার্ডের শিকার, বনদফতরের তৎপরতায় মুক্তি!

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: অবশেষে একটি পূর্ণবয়স্ক লেপার্ড (Leopard) ডুয়ার্সের (Duars) দলগাঁও চা বাগান (Tea Garden) থেকে খাঁচায় বন্দী হলো। গত বৃহস্পতিবার (Thursday) আলিপুরদুয়ার (Alipurduar) জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের সেকশনে বন দফতরের একটি টিম লেপার্ডটিকে (Leopard) খাঁচায় বন্দী করতে সক্ষম হয়। দীর্ঘদিন ধরে চা বাগানে লেপার্ডের আতঙ্ক ছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিশেষ করে চা বাগানের (Tea Garden) শ্রমিকরা প্রায় প্রতিদিনই লেপার্ডের আক্রমণের শিকার হচ্ছিলেন। সম্প্রতি, চা বাগানের কাজ করার সময় লেপার্ডের আক্রমণে দুই মহিলা শ্রমিক গুরুতরভাবে আহত হন। এই ঘটনার পর শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল এবং তারা কাজে যেতে সংকোচ (Shock) অনুভব করছিলেন।

আরও পড়ুন: NJP fire incident: নিউ জলপাইগুড়িতে ভয়াবহ আগুন!

এরপর বনদফতরের আধিকারিকরা (Forest Department) স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চা বাগানে (Tea Garden) একটি খাঁচা পাতা শুরু করে। সেই খাঁচায় বৃহস্পতিবার (Thursday) সকালে লেপার্ডটি (Leopard) বন্দী হয়ে পড়ে। খবর পেয়ে বনদফতরের আধিকারিক ও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।লেপার্ডটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

বন দফতরের আধিকারিকরা জানিয়েছে, লেপার্ডটি পুরোপুরি সুস্থ ছিল। এটি এখন বনাঞ্চলে ফিরিয়ে দেওয়া হবে। তবে স্থানীয়রা জানান, এই ঘটনার পর থেকে তাদের মধ্যে অনেকটাই স্বস্তি এসেছে। তারা আশা করছেন, ভবিষ্যতে এমন বিপদ থেকে মুক্তি মিলবে।

লেপার্ডের আক্রমণ শুধুমাত্র শ্রমিকদের জন্য নয়। পুরো এলাকার বাসিন্দাদের জন্যও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতির মধ্যে বনদফতরের সক্রিয় পদক্ষেপ ও দ্রুত উদ্ধার অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, বনদফতরের এই উদ্যোগের কারণে এখন নিরাপত্তা অনেকটাই বেড়েছে। তারা আশাবাদী যে এই ধরনের ঘটনা আর ঘটবে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT