নিউজ পোল ব্যুরো: ভোটের আগে কলকাতা শহরজুড়ে এখন নতুন যুদ্ধ শুরু হয়েছে। তা হল পোস্টার যুদ্ধ। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পোস্টার নিয়ে রাজনৈতিক মহলে ঝড় উঠেছিল। প্রথমে শহরের বুকে দেখা গিয়েছিল ‘সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়’ বলে পোস্টার। তার পরেই দক্ষিণ কলকাতায় ছেয়ে গিয়েছিল ‘সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্য়ায়’ নামে পোস্টার। সেই পোস্টার বিতর্কের মধ্যে নতুন পোস্টার ঘিরে চাঞ্চল্য। এবার বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) নামে শহরে পড়ল পোস্টার। পোস্টার পড়েছে কলকাতার কেষ্টপুর অঞ্চলে।
বৃহস্পতিবার সকালে কেষ্টপুরে রাস্তার মাঝখানে ডিভাইডারের গায়ে ঝোলানো হয়েছে অগ্নিমিত্রা পলের নামে ব্যানার। ব্যানারে লেখা, ‘অগ্নিমিত্রাকে চায়।’ পোস্টার কে বা কারা দিয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা না থাকলেও সৌজন্যে লেখা হয় ‘বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ’। পোস্টারে লেখা হয় মহিলা অসুরক্ষিত বাংলাকে সুরক্ষিত করে গড়তে ২০২৬-এ বাংলার মুখ্য চরিত্রে “বাংলার অসরক্ষিত মহিলা সমাজ” বাংলার নারীশক্তির রক্ষাকবচ অগ্নিমিত্রা কে চায়। তাহলে কি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অগ্নিমিত্রা পলকে রাখতে চাইছে বিজেপি। এই নিয়ে শুরু হয়েছে জলঘোলা। যদিও এই নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ বলেছেন এটা আইপ্যাকের কাজ। তাঁর যুক্তি, “অগ্নিমিত্রাকে আইসোলেট করার জন্য় আইপ্য়াক এই সব কাজ করেছে। কিন্তু, বিজেপিতে অনেক শিক্ষিত-বুদ্ধিমান লোক আছে। তারা সব বুঝতে পারবে। এগুলো করে আসলে মূর্খামি করছে।”
আরও পড়ুনঃ Jammu and Kashmir: কাশ্মীরে নতুন করে জঙ্গিদের সঙ্গে শুরু গুলির লড়াই, আহত ২ পুলিশকর্মী
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো নির্বাচন জত এগিয়ে আসছে ততই বঙ্গ জুড়ে চড়ছে উত্তাপ। রাজ্যের শাসক দলের ব্যাটন কার হাতে থাকবে এই নিয়ে পোস্টারকে কেন্দ্র করে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। তারপরে রাজ্যের বিরোধীদলের একাধিক নেতৃত্বকে নিয়ে পোস্টার পড়েছিল। সেই আবহাওয়া কাটতে না কাটতেই আবারও নতুন করে পোস্টার। রাজনৈতিক মহলের একাংশ বলছেন তাহলে কী আগামী নির্বাচনে দিল্লির মতই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে মহিলা মুখকে সামনে আনবে বিজেপি? তাই অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) নামে পড়ল পোস্টার? এই নিয়েই সরগম রাজনীতি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT