Sahkar Taxi Service:- স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে OLA- UBER

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা (App-based cab service) সেক্টরে এবার বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশের কোটি কোটি ট্যাক্সি চালকদের জন্য লাভজনক এবং মধ্যস্থতাহীন এক নতুন পরিষেবা আনছে মোদী সরকার, যার নাম ‘সহকার ট্যাক্সি’ (Sahkar Taxi Service)। এতেই কপালে ভাঁজ পড়েছে ভারতের অন্যতম জনপ্রিয় অ্যাপ-ক্যাব সংস্থাদের মালিকদের কপালে। তাহলে কি এবার কমবে ওলা উবেরের দৌরাত্ম? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের নয় ঘোষণার পরেই এই নিয়ে চর্চা শুরু হয়েছে।
সম্প্রতি সংসদে ‘সহকার ট্যাক্সি’ (Sahkar Taxi Service) পরিষেবা চালুর ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই নতুন পরিষেবা সরাসরি ওলা এবং উবেরের-এর (Ola and Uber) মতো বেসরকারি ক্যাব পরিষেবাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামবে বলে মনে করা হচ্ছে। মূলত, চালকদের লাভ নিশ্চিত করতেই কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিচ্ছে। এতে ভাড়ার লাভের পুরো অংশ চালকের কাছে পৌঁছাবে।

আরও পড়ুন:- Jammu and Kashmir: কাশ্মীরে নতুন করে জঙ্গিদের সঙ্গে শুরু গুলির লড়াই, আহত ২ পুলিশকর্মী

অমিত শাহ সংসদে বলেন, “এটি শুধুমাত্র একটি প্রকল্প নয়, বরং ‘Sahkar Se Samriddhi’ (সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধি) মডেলের অন্যতম বড় উদ্যোগ। সমবায় মন্ত্রক (Ministry of Cooperation) গত সাড়ে তিন বছর ধরে এটি বাস্তবায়নের জন্য কাজ করছে।” এই ট্যাক্সি পরিষেবা চালু হলে, ওলা এবং উবেরের মতো ক্যাব সংস্থাগুলোর কমিশন কাটার কারণে যে সমস্যা তৈরি হয়, তা থাকবে না। ফলে চালকেরা সরাসরি উপকৃত হবেন এবং বেশি উপার্জন করতে পারবেন। অফিসিয়াল সূত্র অনুযায়ী, সহকার ট্যাক্সি আ্যপের (Sahkar Taxi Service) কাজ প্রায় শেষের পথে এবং আগামী কয়েক মাসের মধ্যেই এটি সাধারণ মানুষের জন্য চালু হয়ে যাবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/1XhiZuM5DK/

বর্তমানে ওলা ও উবের (Ola and Uber) ভারতের শহরাঞ্চলে সবচেয়ে জনপ্রিয় ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থা। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে এই দুটি সংস্থার বিরুদ্ধে চালকদের থেকে অতিরিক্ত কমিশন কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে চালকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং অনেকেই বিকল্প পরিষেবার দিকে ঝুঁকতে চাইছেন। যদি সহকার ট্যাক্সি সার্ভিস (Sahkar Taxi Service) সফলভাবে চালু হয়, তাহলে এটি চালকদের জন্য একটি লাভজনক বিকল্প হতে পারে। যেহেতু এটি চালকদের সুবিধার জন্য তৈরি একটি প্ল্যাটফর্ম, তাই চালকরা ওলা ও উবেরের পরিবর্তে এই নতুন পরিষেবা বেছে নিতে পারেন। এর ফলে ওলা ও উবেরের ব্যবসায় বড়সড় প্রভাব পড়তে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

অন্যদিকে, যাত্রীদের ক্ষেত্রেও নতুন এই পরিষেবা আকর্ষণীয় হতে পারে। ওলা ও উবেরের ভাড়ার তুলনায় যদি সহকার ট্যাক্সি সার্ভিস (Sahkar Taxi Service) কম মূল্যে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পারে, তাহলে সাধারণ মানুষও এই পরিষেবা ব্যবহার করতে উৎসাহী হবেন। বর্তমানে ভারতীয় ক্যাব পরিষেবার বাজারে ওলা (Ola) ও উবের (Uber) একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও সহকার ট্যাক্সি সার্ভিস (Sahkar Taxi Service) তাদের জন্য বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। বিশেষ করে যদি এটি বেশি লাভজনক মডেল প্রস্তাব করতে পারে, তাহলে ভবিষ্যতে চালক ও যাত্রী—দু’পক্ষই এই নতুন পরিষেবার প্রতি আকৃষ্ট হতে পারেন।