নিউজ পোল ব্যুরো: রাজ্যে স্কুল শিক্ষার্থীদের আধার কার্ড (Aadhaar Card) আপডেট করার নতুন নিয়ম চালু করল স্কুল শিক্ষা দফতর (School Students Aadhar Update)। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এই নতুন নিয়ম অনুসারে, স্কুলে ভর্তি (School Admission) নেওয়ার সময় আধার কার্ড থাকা বাধ্যতামূলক হওয়ার পাশাপাশি নির্দিষ্ট বয়সে তা আপডেট (Aadhaar Update) করাও আবশ্যিক করা হয়েছে। স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সমস্ত শিক্ষার্থীর আধার বায়োমেট্রিক (Aadhaar Biometric) তথ্য দু’বার আপডেট করতে হবে—প্রথমবার ৫ বছর বয়সে এবং দ্বিতীয়বার ১৫ বছর বয়সে। এই আপডেট প্রক্রিয়া বিনামূল্যে (Free Aadhaar Update) সম্পন্ন করা হবে এবং এর দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ এবং বিদ্যালয় জেলা আধিকারিকদের (District Education Officers) ওপর।
আরও পড়ুন:- Internship Scheme: তরুণদের জন্য সরকারি ইন্টার্নশিপ
বিভিন্ন সরকারি প্রকল্প (Government Schemes) যেমন কন্যাশ্রী (Kanyashree), সবুজ সাথী (Sabuj Sathi) ইত্যাদি থেকে যাতে কোনও শিক্ষার্থী বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত (School Students Aadhar Update) নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, উচ্চশিক্ষা (Higher Education) বা সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে (National Level Competitive Exams) অংশগ্রহণ করতে হলে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক (Aadhaar-Mobile Link) থাকা বাধ্যতামূলক হবে। উল্লেখযোগ্য পরীক্ষাগুলির মধ্যে রয়েছে: JEE (Joint Entrance Examination) – ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য প্রয়োজনীয় প্রবেশিকা পরীক্ষা, NEET (National Eligibility cum Entrance Test)– মেডিকেল পড়াশোনার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা, CUET (Common University Entrance Test) – বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়ার প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষাগুলিতে আবেদন করার সময় আধার সংযুক্ত মোবাইল নম্বর (Linked Mobile Number) না থাকলে সমস্যা হতে পারে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/p/12Kw2tPMcqi/
স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকাতে একটি কিউআর কোড (QR Code) সংযুক্ত রয়েছে। এটি স্ক্যান করলে আধার কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত একটি তথ্যপূর্ণ ভিডিওর (Informative Video) দেখা মিলবে, যেখানে শিক্ষার্থীদের আধার আপডেট সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির (West Bengal Teachers’ Association) সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, “বর্তমানে সরকারি যে কোনও সুবিধা পেতে হলে আধার কার্ড বাধ্যতামূলক। আমাদের রাজ্যে প্রায় প্রতিটি ছাত্র-ছাত্রীই কোনও না কোনও সরকারি প্রকল্পের সুবিধাভোগী। ফলে আধার কার্ড আপডেটের এই নিয়ম (School Students Aadhar Update) কার্যকর হলে শিক্ষার্থীদের ভবিষ্যতে কোনও অসুবিধা হবে না। তবে কেন্দ্রীয় সরকারের নিয়ম রাজ্য সরকার এত দ্রুত এবং সরাসরি গ্রহণ করছে, সেটি একটু অবাক করার বিষয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT