Pandaveswar: প্রতিবেশীর বাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, আক্রান্ত পুলিশ

breakingnews জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। এবার ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর (Pandaveswar)। প্রতিবেশীর বাড়িতে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে এলাকাজুরে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেই সময়েই গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। ডিসি অভিষেক গুপ্ত গ্রামবাসীদের ছোড়া ইটের আঘাতে আহত হন।

যুবককে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনায় এক দম্পতিকে আটক করেছে পুলিশ। মৃত যুবকের নাম পল্লব (২২) বলেই জানা গিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে। মৃত যুবক পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ মৃত ওই যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল পাশের পাড়ার এক মহিলার। বৃহস্পতিবার সকালে সেই মহিলার বাড়ি থেকেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করার সময়েই বাধে বিপত্তি। বাড়ির লোককে না জানিয়েই পুলিশ দেহ নিয়ে চলে যায় বলে অভিযোগ করে পরিবার। এই নিয়েই বাধে অশান্তি।

আরও পড়ুনঃ North 24 Parganas: হাসপাতাল সুপারের কাণ্ড ঘিরে সরগরম রাজনৈতিক মহল!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে (Pandaveswar) রাতে পল্লব চুপিসারে ওই মহিলার বাড়িতে যায় । মহিলার স্বামী বিষয়টি দেখে ফেললে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে । এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । বিষয়টি চাউর হতে ছড়ায় উত্তেজনা । বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ঘটে ভাংচুরের ঘটনা ঘটে । সাইকেল মোটরসাইকেল ও ভাঙচুর চালানো হয় । পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি । ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তা সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে জানা যায় । উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা লাঠিচার্জ করে বলে অভিযোগ । পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে আসে । বেশ কয়েকজনকে আটক করে পুলিশ । এখনো এলাকায় রয়েছে চাপা উত্তেজনা ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT