নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার (Thursday) আপনার দিনটি কেমন যাবে? গ্রহের (Planet) অবস্থান কাদের জন্য শুভ এবং কাদের জন্য সাবধানতা প্রয়োজন? যদি কোনো ভালো খবর (Good News) আসে, তবে আবেগের বশে সিদ্ধান্ত (Decision) নেবেন না, এবং কোনো সতর্কতা (Caution) থাকলে অতিরিক্ত চিন্তা করবেন না। বরং সতর্ক থাকা মঙ্গলজনক হবে। মেষ, সিংহ, তুলা, এবং কুম্ভ রাশির জন্য আগামীকাল বিশেষ গুরুত্ব বহন করবে। দেখে নিন বৃহস্পতিবারের রাশিফল (Thursday horoscope)।
আরও পড়ুন: Daily Horoscope: আজকের রাশিফলে খুঁজে পান আপনার সঠিক পথ!
মেষ রাশি: মেষ রাশির (Thursday horoscope) জাতকদের চাকরিতে পদোন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায় (Business) নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ রয়েছে। তবে, সম্পত্তি (Property) সংক্রান্ত কোনও বিষয়ে জড়িয়ে পড়বেন না। অপ্রত্যাশিতভাবে কোনও উপহার পেতে পারেন।
বৃষ রাশি: বৃষ রাশির (Thursday horoscope) জাতকদের জন্য নতুন সুযোগ (Opportunity) আসতে চলেছে। কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। কোনো কাজের সফলতা পেতে হলে, কাজটি শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য্য হারাবেন না। দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলোর বাস্তবায়ন হতে চলেছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/
মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য কাজের বাধা দূর হতে চলেছে। একটি বন্ধুর সঙ্গে ঝগড়া হওয়ার আশঙ্কা রয়েছে। পরিবারের কাছ থেকে হতাশাজনক খবর আসতে পারে। শ্বশুরবাড়ি থেকে আর্থিক সাহায্য পাওয়া যাবে। আয় বাড়ানোর জন্য কিছু নতুন পরিকল্পনা (Plan) হাতে নেবেন।
কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের সম্মান (Respect) বৃদ্ধি পাবে এবং আর্থিক সাফল্য আসবে। রাজনৈতিক ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, তবে আপনার জনপ্রিয়তা বাড়বে। বিশেষ কারও সঙ্গে সাক্ষাতের সুযোগ আসতে পারে। নতুন গাড়ি বা দোকান কেনার সম্ভাবনা রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT