Saltlake News: সল্টলেকে তরুণীকে মারধরের ঘটনায় অবশেষে গ্ৰেফতার মূল অভিযুক্ত!

অপরাধ কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: সল্টলেকের শান্তি নগরে প্রকাশ্যে তরুণীকে ইট দিয়ে মারধরের ঘটনায় অবশেষে গ্রেফতার হলো মূল অভিযুক্ত টিঙ্কু মন্ডল (Saltlake News)। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার রাতে শিয়ালদহের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। (Tinku Mondal Arrested)পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই পলাতক ছিল টিঙ্কু। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। যেহেতু সে শিয়ালদহের একটি ভেরিতে কাজ করত, তাই প্রথমে পুলিশ সেখানে তল্লাশি চালায়। কিন্তু কোনো সূত্র না মেলায় (Police Investigation) তদন্তের গতি বাড়িয়ে বিভিন্ন সম্ভাব্য আশ্রয়স্থানে খোঁজ চালায় পুলিশ। অবশেষে, গোপন সূত্রে পুলিশ জানতে পারে যে টিঙ্কু শিয়ালদহের একটি হোটেলে লুকিয়ে আছে। সেই সূত্রের ভিত্তিতে পুলিশ ওই হোটেলে অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে। (Hotel Arrest) উল্লেখযোগ্য বিষয় হলো, গ্রেফতার এড়াতে সে নিজের পরিচয় পরিবর্তন করেছিল। হোটেলে সে ‘পবন পাসওয়ান’ নামে ভুয়ো পরিচয় দিয়ে ছিল বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন:- Saltlake: সল্টলেকে প্রকাশ্যে নৃশংস হামলা!

উল্লেখ্য, এই ঘটনার সূত্রপাত ১৮ মার্চ রাতে (Saltlake News)। জানা গিয়েছে, ওই রাতে এক তরুণীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে টিঙ্কু মন্ডল। (Salt Lake Crime) সেই সময় তরুণী বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ টিঙ্কুকে গ্রেফতার করলেও, পরে আদালতে হাজির করার পর সে জামিন পেয়ে যায়। (Bail Granted) কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। জামিনে মুক্তি পাওয়ার পর ১৯ মার্চ রাতে শান্তি নগরে ফের সেই তরুণীর উপর নৃশংস হামলা চালায় টিঙ্কু ও তার স্ত্রী। অভিযোগ, তারা তরুণীকে বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্য রাস্তায় ইট দিয়ে আঘাত করে। এই ভয়াবহ ঘটনার ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। (Viral Video) ভিডিওতে দেখা যায়, টিঙ্কু মন্ডল এবং তার স্ত্রী তরুণীকে মারধর করছে, যা নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর তরুণী আবারও বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের তরফে দ্রুত তদন্ত শুরু করা হয় এবং প্রথমেই টিঙ্কুর স্ত্রীকে গ্রেফতার করা হয়। কিন্তু টিঙ্কু তখন থেকেই পলাতক ছিল। (Crime Investigation)

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

পুলিশ তদন্তে জানতে পেরেছে, পুলিশের নজর এড়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় বারবার স্থান বদল করছিল টিঙ্কু। শেষপর্যন্ত, গোপন সূত্রের মাধ্যমে খবর পাওয়া যায় যে সে শিয়ালদহের একটি হোটেলে আত্মগোপন করে আছে (Saltlake News)। সেখানেই নাম বদলে ‘পবন পাসওয়ান’ নামে থাকছিল সে। পুলিশ দ্রুত হোটেলটিতে অভিযান চালায় এবং অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। (Fugitive Caught) আজ বৃহস্পতিবার, টিঙ্কু মন্ডলকে বিধাননগর কোর্টে তোলা হবে। (Court Hearing) সেখানে মামলার পরবর্তী ধাপ কী হবে, তা নির্ধারণ করা হবে। পুলিশ ইতিমধ্যেই তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT