Sahkar Taxi: চালকরা হবেন লাভবান, OLA-UBER-কে টেক্কা দিতে নতুন পরিষেবা শুরু করছে কেন্দ্র

দেশ প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: অল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে OLA-UBER নামের অ্যাপ ক্যাব ট্যাক্সির জুরি মেলা ভার। বাংলাতে তেমনই জনপ্রিয় পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ক্যাব বুকিং অ্যাপ ‘যাত্রী সাথী’। রাস্তার জ্যাম কাটিয়ে বাসের থেকে তাড়াতাড়ি পৌঁছানোর ক্ষেত্রে শহরের মানুষ এখন অ্যাপ ক্যাবের উপর চোখ বুজে ভরসা করে। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে ঘোষণা করেছেন কেন্দ্র সরকার ‘সহকার ট্যাক্সি’ (Sahkar Taxi) চালু করতে চলেছে। যা সমবায়-ভিত্তিক রাইড-হেলিং পরিষেবা যেটি চালকদের সরাসরি সুবিধা প্রদান করবে।

লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে শাহ জোর দিয়ে বলেন যে এই উদ্যোগটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সহকার সে সমৃদ্ধি’ (সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধি) দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ওলা এবং উবারের মতো অ্যাপ-ভিত্তিক পরিষেবার অনুকরণে তৈরি হলেও মধ্যে কেউ থাকবে না। লাভের অংশ সরাসরি লাভের অংশ পাবেন। এই বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি কেবল একটি স্লোগান নয়। সহযোগিতা মন্ত্রণালয় এটি বাস্তবায়নের জন্য সাড়ে তিন বছর ধরে নিরলসভাবে কাজ করেছে। কয়েক মাসের মধ্যে, একটি বড় সমবায় ট্যাক্সি পরিষেবা চালু করা হবে, যা চালকদের সরাসরি লাভের প্রবাহ নিশ্চিত করবে।”

আরও পড়ুনঃ Kolkata-London Flight: মমতার আর্জি, কলকাতা-লন্ডন সরাসরি বিমান প্রসঙ্গে যা ভাবছে ব্রিটিশ এয়ারওয়েজ

বৈষম্যমূলক মূল্য নির্ধারণের অভিযোগের পর প্রধান রাইড-হেলিং প্ল্যাটফর্ম, ওলা এবং উবারের ক্রমবর্ধমান তদন্তের মধ্যে এই ঘোষণাটি সামনে এসেছে। ব্যবহারকারী আইফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে বুকিং করছেন কিনা তার উপর নির্ভর করে রাইড ভাড়া পরিবর্তিত হয় বলে প্রতিবেদন প্রকাশের পর সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথোরিটি (CCPA) সম্প্রতি উভয় কোম্পানিকে নোটিশ জারি করেছে। যদিও অভিযোগের জবাবে, ওলা প্ল্যাটফর্ম-ভিত্তিক মূল্য বৈষম্যের দাবি অস্বীকার করেছে। কোম্পানিটি জানিয়েছে “আমাদের সকল গ্রাহকের জন্য একটি অভিন্ন মূল্য কাঠামো রয়েছে এবং একই রাইডের জন্য ব্যবহারকারীর মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে পার্থক্য করা হয় না।” অন্যদিকে উবারও অভিযোগ অস্বীকার করে বলেছে যে, দাম নির্ধারণ কোনও যাত্রীর ফোন মডেলের উপর নির্ভর করে করা হয় না। ওয়াকিবহল মহল বলছে কেন্দ্রের এই ‘সহকার ট্যাক্সি’ (Sahkar Taxi) প্রকল্প চাপে ফেলতে পারে ওলা এবং উবারের মতো বেসরকারি সংস্থাগুলির চাপ বাড়বে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT