Bangladesh : ট্রাম্পের বড় চাল! ইউনূসের বাংলাদেশকে সাময়িক সাহায্য করবে আমেরিকা

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশ (Bangladesh) নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। ভারত সফরে এসে এই বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড (Tulsi Gabbard)। আর এবারে সেই যুক্তরাষ্ট্রকেই দেখা গেল সম্পূর্ণ অন্য এক ভূমিকায়। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের সেনাকে সবরকম সাহায্য করা হবে, বুধবার এমনটাই জানিয়ে দিল ঢাকায় মার্কিন দূতাবাস।

আরও পড়ুনঃ Tariff War: সত্যিই বন্ধু? ভারতকে নিশানায় রেখে এ কোন খেলায় মেতেছেন ট্রাম্প?

মার্কিন সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডেপুটি কমান্ডিং জেনারেল পি জোয়েল সম্প্রতি গিয়েছিলেন বাংলাদেশে (Bangladesh)। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জমানের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এরপর বুধবার ঢাকায় মার্কিন দূতাবাসের তরফে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে জানানো হয় বাংলাদেশের সামরিক সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে কথা হয়েছে দুই দেশের দুই সেনা আধিকারিকের। আর যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশের সেনাকে সাহায্য করার বার্তা দেওয়া হয়েছে।

বুধবার এই ঘোষণা করা হয়েছে মার্কিন দূতাবাসের তরফে। উল্লেখযোগ্য বিষয় হল, এদিনই আবার চিন সফরে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশকে সামরিক সাহায্য করার প্রতিশ্রুতি প্রদান অত্যন্ত তাৎপর্যবাহী বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহলের বিশ্লেষকরা।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন, সেই সময় বাংলাদেশ নিয়ে তাঁর সঙ্গে কথা হয়েছিল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। এরপর সাংবাদিক বৈঠকে এসে মার্কিন রাষ্ট্রপতি সরাসরি জানিয়ে দেন যে বাংলাদেশ (Bangladesh) নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা তাঁর বন্ধু মোদিই নেবেন। তবে ইতিমধ্যে সময় অনেকটাই অতিবাহিত। এবারে শুধু বাংলাদেশ ইস্যুতে মাথা গলানোই নয়, তাদের সামরিক সাহায্যের বার্তাও দেওয়া হল আমেরিকার তরফে।