নিউজ পোল ব্যুরো: চোলাই মদের (Illicit Liquor) রমরমা ব্যবসার কারণে চরম বিপাকে বালুরঘাটের (Balurghat Incident) পূর্ব চকভিকন (Purba Chakbhikan) গ্রামের মানুষ। বেআইনি মদের ঠেক গজিয়ে ওঠায় নেশাগ্রস্ত হয়ে পড়ছেন গ্রামের পুরুষরা। ফলে পরিবারে অশান্তি (Domestic Violence) বাড়ছে। স্ত্রী-সন্তানদের ওপর বাড়ছে অত্যাচার। এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়ে শুক্রবার বালুরঘাট থানায় (Police Station) বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা।

গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় একাধিক চোলাই মদের ঠেক গড়ে উঠেছে। প্রতিদিন সন্ধ্যা হলেই সেখানে ভিড় জমাচ্ছেন বাড়ির পুরুষরা। সারাদিন মদ্যপান করে গভীর রাতে বাড়ি ফিরছেন তারা। এরপর শুরু হচ্ছে গালিগালাজ, স্ত্রী-সন্তানদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর। এর ফলে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। পাশাপাশি, গ্রামের পরিবেশও ক্রমশ অবনতি হচ্ছে। এই পরিস্থিতির অবসানের জন্য শুক্রবার দুপুরে একজোট হয়ে বালুরঘাট থানায় হাজির হন স্থানীয় মহিলারা। থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের হাতে লিখিত অভিযোগ জমা দিয়ে তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের স্পষ্ট বক্তব্য, অবিলম্বে যদি বেআইনি চোলাই মদের ঠেক বন্ধ না করা হয়, তাহলে তারা আরও বড় আন্দোলনে (Protest) নামবেন।
আরও পড়ুনঃMumbai: আইআইএম মুম্বইয়ের ক্যাম্পাসিংয়ে নজিরবিহীন সাফল্য

পুলিশ (Police) মহিলাদের অভিযোগ গুরুত্ব সহকারে শুনেছেন এবং তদন্তের আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তবে গ্রামবাসীদের মধ্যে সংশয় থেকেই গেছে। তাদের মতে, আগেও অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এবার কড়া পদক্ষেপ না হলে, তারা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।
গ্রামের (Balurghat Incident) মহিলারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরিবারের শান্তি ফেরানো ও সমাজকে নেশামুক্ত (Anti-Drug Campaign) করতে তাদের লড়াই চলবে। এখন দেখার, প্রশাসন কত দ্রুত এই সমস্যা সমাধানে উদ্যোগী হয়।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক:https://www.facebook.com/share/p/1A6N257sQj/