Vladimir Putin : সত্যিই মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন পুতিন? বিরাট মন্তব্য জেলেনস্কির

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) আয়ু কি সত্যিই আর বেশিদিন নেই? সম্প্রতি ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) মন্তব্যে নতুন করে শুরু হয়েছে জল্পনা। এর আগেও একাধিকবার পুতিনের শারীরিক অসুস্থতা নিয়ে নানা খবর প্রচার করা হয়েছে। এবার শত্রুদেশ ইউক্রেনের তরফেও দাবি করা হল যে খুব শিগগিরই মৃত্যু হতে চলেছে রুশ রাষ্ট্রপতির।

আরও পড়ুন: Tariff War : আমেরিকার সঙ্গে যুদ্ধে নেমেই পড়ল কানাডা! কী বললেন নতুন প্রধানমন্ত্রী?

২০২২ সালে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেই সময় থেকেই পুতিনের (Vladimir Putin) শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে জল্পনা অব্যাহত। পুতিনের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের খবর প্রকাশিত হয়েছে। কখনও দাবি করা হয়েছে যে পুতিন ক্যান্সার আক্রান্ত। আবার কেউবা বলেছেন, মস্তিষ্কের টিউমারের কথা। এছাড়া রুশ রাষ্ট্রপতির কিডনি বিকল হওয়া, এমনকি হৃদরোগে আক্রান্ত হওয়ার দাবিও করেছেন কেউ কেউ।

তবে এবারে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিরও এই প্রচারে শামিল হওয়ার ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যবাহী। ইউক্রেনীয় রাষ্ট্রপতি সম্প্রতি ফ্রান্স সফরে গিয়ে সেদেশের একটি প্রথম সারির সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, “শীঘ্রই মৃত্যু হবে পুতিনের। আর এটি সত্য।” যদিও কীসের ভিত্তিতে এই দাবি করছেন তা জানাননি জেলেনস্কি। স্বভাবতই ৭২ বছর বয়সী পুতিন সম্পর্কে ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের এহেন মন্তব্যে বাড়ছে জল্পনা। কোন নির্ভরযোগ্য সূত্রে ইউক্রেন এই খবর পেয়েছে? প্রশ্ন এখন সেটাই।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

বিভিন্ন সময়ে বিভিন্ন খবর প্রচারিত হলেও পুতিনের ঠিক কী হয়েছে বা কতটা অসুস্থ তিনি তা সঠিকভাবে কেউই বলতে পারেনি। বরং মস্কোর তরফে বার বারই রাষ্ট্রপতির অসুস্থতা সংক্রান্ত যাবতীয় জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। যদিও গত ২০২৩ সালে বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের একটি ভিডিওয় দেখা গিয়েছিল যে ঠিক করে মাটিতে পা ফেলতে পারছেন না পুতিন (Vladimir Putin)।