Blood Donation Camp Jhargram: তাপপ্রবাহে রক্তশূন্য ব্লাড ব্যাঙ্ক! জোগান দিতে এলেন প্রাক্তণ সৈনিকরা

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: গ্রীষ্মের প্রখর দাবদাহে (heat wave) দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি ঝাড়গ্রাম (Jhargram) জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা (heatwave alert) জারি করেছিল আবহাওয়া দফতর (Meteorological Department)। প্রচণ্ড গরমের (extreme heat) দাপটে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এর ফলে ব্লাড ব্যাঙ্কগুলিতে (Blood Donation Camp Jhargram) রক্তের সংকট (blood shortage) তৈরি হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে রক্তের অভাব পূরণ করতে এগিয়ে এল ভারতীয় প্রাক্তন সৈনিক সংঘ (Indian Ex-Servicemen Association) -এর গোপীবল্লভপুর (Gopiballavpur) শাখা। সংগঠনের পক্ষ থেকে শুক্রবার গোপীবল্লভপুর বাজারের একটি বেসরকারি গেস্ট হাউসে (private guest house) এক রক্তদান শিবির (blood donation camp) আয়োজন করা হয়। এই শিবিরে সংগৃহীত রক্ত গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের (Gopiballavpur Super Specialty Hospital) ব্লাড ব্যাঙ্কে পাঠানো হয়।

আরও পড়ুন:- Howrah Belgachia: নর্দমায় মিশে যাচ্ছে পানীয় জল! হাওড়ায় ফের জলসংকটের আশঙ্কা

এদিনের শিবিরে (Blood Donation Camp Jhargram) গোপীবল্লভপুরের বহু স্বেচ্ছাসেবী রক্তদাতা (voluntary blood donors) এগিয়ে আসেন। সূত্রের খবর, প্রায় ৫০ জন রক্তদাতা (blood donors) এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ভারতীয় প্রাক্তন সৈনিক সংঘের যুগ্ম সম্পাদক (Joint Secretary) চন্দ্রশেখর সাউ বলেন, “গ্রীষ্মের অতিরিক্ত তাপপ্রবাহের কারণে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক যাতে পর্যাপ্ত রক্ত পায়, সে জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা চাই, ভবিষ্যতেও মানুষ স্বেচ্ছায় রক্তদানে (voluntary blood donation) এগিয়ে আসুক, যাতে এই সংকটের সঙ্গে আমরা মোকাবিলা করতে পারি।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড গরমে (severe summer heat) শরীরে জলশূন্যতা (dehydration) এবং অন্যান্য শারীরিক সমস্যা বেড়ে যায়, ফলে হাসপাতালগুলিতে রক্তের চাহিদা (demand for blood) স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়ে যায়। তাই এই ধরনের স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর (voluntary organizations) উদ্যোগ (Blood Donation Camp Jhargram) যথেষ্ট প্রশংসনীয়। এছাড়া, গ্রীষ্মকালে স্বেচ্ছায় রক্তদান (summer blood donation) অনেক সময় কমে যায়, কারণ অনেকেই মনে করেন যে গরমের সময় রক্ত দিলে অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে চিকিৎসকরা বলছেন, শরীরের ওজন ও স্বাস্থ্য ভালো থাকলে গ্রীষ্মেও নিরাপদে রক্তদান করা সম্ভব।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT