নিউজ পোল ব্যুরো: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর! তাদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA Increase) বৃদ্ধির সিদ্ধান্ত (Decision) নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। সূত্রের খবর, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা ২ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness allowance) বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। এর ফলে, কর্মীরা এখন ৫৫.৯৮ শতাংশ ডিএ পাবেন। তবে এটি সবচেয়ে কম ডিএ বৃদ্ধি (DA Increase) হিসেবে চিহ্নিত হচ্ছে বলেই সূত্রের খবর। গত মাসে কেন্দ্র ৫০ শতাংশ থেকে ডিএ বাড়িয়ে ৫৩ শতাংশ করেছিল। এবার সেটি ৫৫ শতাংশ করা হল।
আরও পড়ুন: Vladimir Putin: “আত্মসমর্পণ করো!” ট্রাম্পকে ঢাল করে ইউক্রেনকে হুঙ্কার রুশ রাষ্ট্রপতির
করোনাকালে ডিএ প্রদান স্থগিত ছিল কিন্তু ২০২১ সাল থেকে তা আবার চালু হয়। তবুও, গত বছরগুলির তুলনায় এবার যে ডিএ বৃদ্ধির হার দেওয়া হয়েছে, তা কম। যদিও এই সিদ্ধান্তের উপর এখনও সরকারি ঘোষণা হয়নি। তবে শীঘ্রই তা আসবে বলে আশা করা যাচ্ছে। এই নতুন ডিএ বৃদ্ধি (DA Increase) ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। অর্থাৎ, সপ্তম বেতন কমিশনের আওতায় কর্মীরা তাদের প্রাপ্য ডিএয়ের পরিমাণ ৫৫ শতাংশ পেতে শুরু করবেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/
কেন্দ্রীয় সরকারের সূত্র অনুযায়ী, এই ডিএ বৃদ্ধি এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী (Government employee) এবং পেনশনভোগীকে উপকৃত করবে। এর মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদেরও (Pensioner) ২ শতাংশ ডিয়ারনেস রিলিফ (ডিআর) বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে অষ্টম বেতন কমিশন কার্যকর হয়নি, তবে গত জানুয়ারি মাসে কেন্দ্র অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় ৫০ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে সরকারের দাবি।
ডিএ বৃদ্ধির ফলে কর্মীরা সাধারণভাবে আনন্দিত, যদিও তারা আশা করছে যে ভবিষ্যতে বেতন কাঠামো আরও উন্নত হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT