VISA Scam : মানুষের বদলে আবেদন রোবটের, ২ হাজার ভারতীয়কে ভিসা দেবে না আমেরিকা

breakingnews আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: ভিসা জালিয়াতি (VISA Scam) রুখতে বড়সড় পদক্ষেপ নিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় ২ হাজার ভারতীয়র ভিসার আবেদন বাতিল করল তারা। মার্কিন দূতাবাসের অভিযোগ, মানুষের পরিবর্তে স্বয়ংচালিত রোবট বা সংক্ষেপে ‘বট’ ভিসার জন্য আবেদন করেছিল। এই অ্যাকাউন্টগুলি সময়সূচি নীতি লঙ্ঘন করেছে। তাই অ্যাকাউন্টগুলিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Bangladesh : ট্রাম্পের বড় চাল! ইউনূসের বাংলাদেশকে সাময়িক সাহায্য করবে আমেরিকা

দ্বিতীয়বার ক্ষমতায় এসেই ভিসা জালিয়াতি (VISA Scam) এবং যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বেশ কিছু দেশের নাগরিকের ওপর আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করেছেন তিনি। এই দেশগুলির তালিকায় রয়েছে ভারতের দুই প্রতিবেশী আফগানিস্তান এবং পাকিস্তানের নাম। অন্যদিকে অবৈধ ভারতীয় অভিবাসীদেরও সাম্প্রতিক সময়ে ফেরত পাঠানো হয় আমেরিকা থেকে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই ভারতে মার্কিন দূতাবাসের তরফে একটি বিবৃতিতে এই ভিসা জালিয়াতির (VISA Scam) বিষয়টি সামনে আনা হয়েছে। এই বিবৃতিতে বলা হয়, ভারতে পাসপোর্ট এবং ভিসা নিয়ে জালিয়াতি প্রবল মাত্রায় বেড়ে গিয়েছে। এর মধ্যে বেশ কিছু অ্যাকাউন্টকে চিহ্নিত করে সেগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে সাময়িকভাবে। বিবৃতিটির মাধ্যমে মার্কিন দূতাবাসের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে যে ভিসা সংক্রান্ত কোনও জালিয়াতিমূলক কার্যকলাপ বরদাস্ত করবে না তারা।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

উল্লেখ্য, আমেরিকায় যেতে দু’রকমের ভিসার প্রয়োজন। ব্যবসায়িক কাজের জন্য সে দেশে যেতে ভারতীয়দের বি১ ভিসা লাগে। অন্যদিকে ঘুরতে যেতে বা কোনও আত্মীয়র সঙ্গে দেখা করতে বা চিকিৎসার জন্য যেতে বি২ ভিসা। সূত্রের খবর, দুটি ভিসা অনুমোদনের ক্ষেত্রেই কড়াকড়ি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। এমনকি ভিসা নবীকরণের ক্ষেত্রেও ভারতীয়দের এখন অনেক বেশি অপেক্ষা করতে হবে বলে সম্প্রতি জানিয়ে দিয়েছে মার্কিন দূতাবাস। এরই মধ্যে গত ২৭ ফেব্রুয়ারি মার্কিন দূতাবাসের করা একটি অভিযোগের ভিত্তিতে ভিসা জালিয়াতি নিয়ে তদন্ত শুরু করে দিল্লী পুলিশ। আর এবার তাদের ভরসায় না থেকে যুক্তরাষ্ট্র নিজেই মাঠে নামল।