Earthquake: ভূমিকম্পে কাঁপল বাংলার একাধিক জেলা

breakingnews আন্তর্জাতিক রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভুমিকম্পে (Earthquake) কেঁপে উঠল একাধিক জেলা। ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার। ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছে মায়ানমার। ভূমিকম্পের প্রভাব বাংলার বেশ কয়েকটি জেলা। কম্পন অনুভূত দুই চব্বিশ পরগণা। দুই মেদিনীপুর ও হাওড়াতে।

সপ্তাহের শেষে শুক্রবার বাংলার হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদের একাংশে দুপুর ১২:০৫ নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। দুই মিনিটের বেশি সময় অনুভূত হয় ভূমিকম্প। এতেই বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-তেও ভূমিকম্প অনুভূত হয়। তাছাড়াও বারুইপুর, নন্দীগ্রাম, মহিষাদল, মেদিনীপুর একাধিক অংশ কেঁপে ওঠে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষা (USGA) জানিয়েছে, শুক্রবার মধ্য মায়ানমারে রিখটার স্কেলে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মানির জিএফজেড সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, শুক্রবার দুপুরের ভূমিকম্পটি ছিল ১০ কিলোমিটার গভীরে, যার কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী মায়ানমারের  মান্দালয়ে। শুক্রবার মায়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তীব্র কম্পন অনুভূত হয়েছে। মায়ানমারের মান্দালয়ের ঐতিহাসিক আভা সেতুটি ইরাবতী নদীতে ধসে পড়েছে এবং বিশাল ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে খবর।

আরও পড়ুনঃ Rehab Centre: সরকারি রিহ্যাব সেন্টারের খবার খেয়ে মৃত ৪ শিশু

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও অনুসারে, ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে প্রায় ৯০০ কিলোমিটার দূরে ব্যাংককে কেঁপে ওঠে, থাইল্যান্ডের রাজধানীতে বেশ কয়েকটি উঁচু ভবন ভেঙে পড়ে। এই ভূমিকম্পের ফলে মানুষ ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়। বৃহত্তর ব্যাংকক অঞ্চলে ১ কোটি ৭০ লক্ষেরও বেশি মানুষ বাস করেন যাদের অনেকেই উঁচু অ্যাপার্টমেন্টে থাকেন। ঘনবসতিপূর্ণ ব্যাংককের বহুতল ভবন এবং হোটেল থেকে ভীতসন্ত্রস্ত বাসিন্দাদের বাইরে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। ভূমিকম্পটি (Earthquake) এতটাই তীব্র ছিল যে, ভূমিকম্পের সময় পুল থেকে জল বাইরে বেড়িয়ে আসে বলেই খবর। তবে শুধু এপার বাংলার জেলাতেই নয় ওপার বাংলার  ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, মধ্যপ্রদেশ, দিল্লিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/