নিউজ পোল ব্যুরো: প্রায় একমাস ধরে ওয়েবকুপার বৈঠককে কেন্দ্র করে উত্তাল হয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। বারবার প্রশ্ন উঠেছে উপাচার্যের ভূমিকা নিয়ে। সেই আবহেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তকে করা হল অপসারিত। উপাচার্য পদ থেকে ভাস্কর গুপ্তকে সরালেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। এই মর্মে রাজভবনের তরফে চিঠি পাঠানো হয়েছে উপাচার্যকে।
ওয়েবকুপার বৈঠককে ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয় অশান্ত হয়ে ওঠার পরেই হাসপাতালে ভরতি হয়েছিলেন উপাচার্য ভাস্কর গুপ্ত। বেশকয়েকদিন ভর্তিও ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর যোগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে। তথ্য অনুজায়ী চলতি মাসের ৩১ তারিখ অবসর গ্রহণ করার কথা তাঁর। কিন্তু তার আগেই রাজ্যপাল বোস তাঁকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ অবসরের চার দিন আগে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। বৃহস্পতিবার রাজভবনের তরফে উপাচার্যকে চিঠি পাঠানো হয়েছে। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় বর্তমানে উপাচার্যহীন হয়ে পড়ল ।
আরও পড়ুনঃ London: ২০২৬-এর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, অক্সফোর্ডে ভাষণ নিয়ে সুকান্তর নিশানায় মমতা
ভাস্কর গুপ্তকে অপসারিত করা হলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পরবর্তী উপাচার্য কে হবেন তা এখনও ঠিক হয়নি। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, চলতি মাসেই যাদবপুরে ওয়েবকুপার বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যোগদান নিয়ে অশান্তির সৃষ্টি হয়েছিল। সভায় যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী। এমনকি পরিস্থিতি এতটাই অশান্ত ছিল যে অসুস্থও হয়ে পড়েছিলেন শিক্ষামন্ত্রী। তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালেও। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়ার ও গাড়ির কাঁচ ভেঙ্গে দেওয়ার অভিযোগও উঠেছিল। গাড়িতে কিভাবে আহত হন প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়, কী কী ক্ষতি হয়েছে বা কীভাবে ধাক্কা লেগেছে সব পরীক্ষার জন্য পুলিশ শিক্ষামন্ত্রীর গাড়ির ফরেন্সিক পরীক্ষার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হন যাদবপুরের এক ছাত্র। তাঁকেও ভর্তি করা হয়েছিল হাসপাতালে। যাদবপুর থানায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল আহত ছাত্রের অভিযোগের ভিত্তিতে। মামলা রজু করা হয়, খুনের চেষ্টা, মহিলাকে মারধর-শ্লীলতাহানি, খুনের হুমকি-সহ একাধিক ধারায়। সব নিয়েই যত সময় গিয়েছে ততই জটিল হচ্ছে বিষয়টি। যদিও আহত ইন্দ্রানুজের প্রতি ব্রাত্য বসুকে সমবেদনা জানাতে দেখা যায়। আহত ছাত্রের বাবা-মায়ের সঙ্গেও তিনি নিজে ফোনে কথা বলেন।সব মিলিয়ে টালমাটাল পরিস্থিতির মধ্যেই উপাচার্যকে সরানো হল।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/