নিউজ পোল ব্যুরো: ভারতের শীর্ষে থাকা অন্যতম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট মুম্বই (Mumbai) এবার প্লেসমেন্টে (Placement News) নয়া রেকর্ড গড়ল। ২০২৫ সালের শিক্ষার্থীদের জন্য ১০০ শতাংশ প্লেসমেন্ট নিশ্চিত করল এই প্রতিষ্ঠান। আগের বছরের তুলনায় (IIM Placements) এই বছর চাকরির সুযোগ বেড়েছে ১০ শতাংশ।
প্লেসমেন্ট ক্যাম্পেইনে অংশ নিয়েছিল ১৯৮টি সংস্থা। অফিসিয়াল বিবৃতিতে আইআইএম মুম্বই জানিয়েছে, তাদের স্নাতক স্তরের ১০ শতাংশ শিক্ষার্থী ৪৭.৫ লক্ষ টাকা বার্ষিক বেতনের চাকরি পেয়েছেন। সেরা ২০ শতাংশ এবং ৫০ শতাংশ শিক্ষার্থীর গড় বেতন যথাক্রমে ৪১.২ লক্ষ ও ৩৪.২ লক্ষ টাকা। গত বছরের তুলনায় বেতন প্যাকেজে ৫ শতাংশ বৃদ্ধি হয়েছে। এই বছর প্রথমবারের মতো ৪০টি নতুন সংস্থা ক্যাম্পাস রিক্রুটমেন্টে (Campus Recruitment) অংশ নিয়েছে। সবচেয়ে বেশি চাকরি দিয়েছে অ্যাক্সেঞ্চার, যেখানে ৪১ জন শিক্ষার্থী নিয়োগ পেয়েছেন। তাদের সর্বোচ্চ বেতন ৪৫.৩৭ লক্ষ টাকা বার্ষিক।

আরও পড়ুনঃ Mamata in Oxford: অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণ, ঠিক যা যা বললেন মমতা
উল্লেখ্য, সবচেয়ে বেশি চাকরির সুযোগ এসেছে ফার্মাসিউটিক্যালস এবং হেলথকেয়ার সেক্টরে। আগের বছরের তুলনায় এই খাতে চাকরির সংখ্যা বেড়েছে ১৩০ শতাংশ। রিটেইল (Retail) ও ই-কমার্স (E-Commerce) সেক্টরেও ৪৭.৭৩ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। আইআইএম মুম্বই- এর তরফ থেকে জন্য গিয়েছে, ডিজিটাল ট্রান্সফর্মেশন , আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স , এবং ডেটা অ্যানালিটিক্স কোর্সগুলি চাকরির বাজারে ব্যাপক চাহিদা তৈরি করছে।
এদিকে, আইআইটি বিএইচইউ (IIT BHU) এবার ২.২০ কোটির সর্বোচ্চ প্যাকেজের রেকর্ড গড়েছে। গত ১০ বছরে এটাই তাদের সেরা পারফরম্যান্স। এই প্রতিষ্ঠান থেকে ১১২৮ জন শিক্ষার্থী ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি পেয়েছেন। ৪২৪ জন পেয়েছেন ইন্টার্নশিপের সুযোগ। মোট ১১ জন শিক্ষার্থী এমন সংস্থায় চাকরি পেয়েছেন, যেখানে বার্ষিক বেতন ১ কোটির বেশি। এই সাফল্য ভারতের প্রযুক্তি ও ম্যানেজমেন্ট শিক্ষার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হয়ে থাকল।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/