Level Crossing: গেট পড়লেও রেললাইন পার? এবার কঠোর আইনি ব্যবস্থা রেলের!

কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: রেললাইনের সুরক্ষা লঙ্ঘন করে নিয়ম না মেনে রাস্তা পারাপার কিংবা বেপরোয়া গতিতে চলার প্রবণতা ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। সাম্প্রতিককালে একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ আবারও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিশেষত লেভেল ক্রসিং (Level Crossing) অমান্য করা, রেল লাইনের উপর দিয়ে অনিয়ন্ত্রিত যান চলাচল এবং ব্যক্তিগত অসতর্কতার ফলে একাধিক দুর্ঘটনা ঘটছে, যা শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং সামগ্রিক রেল পরিষেবার উপরও মারাত্মক প্রভাব ফেলছে।

আরও পড়ুন:- Cattle Farming: সুন্দরবনের বাসিন্দাদের বিনামূল্যে গরু প্রদান রাজ্য সরকারের

সম্প্রতি সোনারপুরের মথুরাপুর ভ্যান স্ট্যান্ডের কাছে এমনই একটি ঘটনা ঘটেছে, যা ফের একবার রেল সুরক্ষার বিষয়টি প্রশ্নের মুখে ফেলেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক যুবক ট্রেন আসার আগেই রেললাইন পারাপার (Level Crossing) করছিলেন। আচমকাই তার বাইক লাইনে পড়ে যায়, আর সেই অবস্থাতেই সে চম্পট দেয়। এর ঠিক পরেই ডাউন ক্যানিং লোকাল (Down Canning Local) দ্রুত গতিতে এসে বাইকটিকে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে কিছুক্ষণ রেল পরিষেবা বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের ব্যাপক দুর্ভোগের সম্মুখীন হতে হয়। শুধু এই ঘটনাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে লেভেল ক্রসিং কিংবা রেল ট্র্যাকের ওপর দিয়ে নিয়মভঙ্গ করে পারাপারের প্রবণতা বাড়ছে। যাত্রীরা ফুট ওভারব্রিজ (Foot Overbridge) কিংবা সাবওয়ে (Subway) ব্যবহার না করে ট্রেন চলাচলের মাঝেই রেললাইন পেরিয়ে বিপদের মুখে পড়ছেন। অনেক ক্ষেত্রেই দেখা যায়, গেট বন্ধ থাকা সত্ত্বেও সাইকেল, মোটরবাইক এমনকি চারচাকা গাড়িও লাইন ক্রস করার চেষ্টা করছে। রেলের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এটি কেবলমাত্র বেআইনি (Illegal) নয়, বরং শাস্তিযোগ্য অপরাধ (Punishable Offense)।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এসব ঘটনার প্রেক্ষিতে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম (Divisional Railway Manager) শ্রী দীপক নিগম ফের একবার সাধারণ মানুষকে সতর্ক করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এ ধরনের বেপরোয়া কাজ কেবলমাত্র মানুষের জন্য বিপজ্জনক নয়, বরং সমাজের উপরও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তার পরিবারকে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হতে হয়। এছাড়া, একবার রেল দুর্ঘটনা ঘটলে পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়ে। যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, অনেক সময় ট্রেন বাতিল (Train Cancellation) করতেও বাধ্য হয় রেল। ডিআরএম আরও বলেন, রেল ট্র্যাকের উপর দিয়ে যাতায়াত বেআইনি এবং এটি সম্পূর্ণ বন্ধ হওয়া উচিত। তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান, নিরাপদে চলাচলের জন্য ফুট ওভারব্রিজ, সাবওয়ে এবং লেভেল ক্রসিং ব্যবহার করুন। রেল আইন অনুযায়ী যারা এই নিয়ম লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT