Leopard: গাছের মগডালে চিতার লড়াই, আতঙ্কে শ্রমিকরা

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: শিলিগুড়ি (Siliguri) মহকুমার ফাঁসিদেওয়া বিজলিমনি চা বাগানে (Tea Garden) এলাকা দখলের লড়াই। তবে এই লড়াই মানুষে মানুষে নয়, দুটি চিতাবাঘের মধ্যে। ফাঁসিদেওয়া বিজলিমনি চা বাগানে ১৩ নম্বর সেকশনের গাছের মগডালে দুটি চিতাবাঘের (Leopard) মধ্যে লড়াইয়ের দৃশ্য দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। চা বাগানগুলোর (Tea Garden) মধ্যে বর্তমানে চিতাবাঘের (Leopard) হানা বেড়ে গেছে। যার ফলে শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই সময়ে চা শ্রমিকরা তাদের গবাদি পশু নিয়ে কাজ করতে যাচ্ছিলেন, তখনই কিছু শ্রমিক বাঘের মুখোমুখি হয়ে পড়েন।

আরও পড়ুন: Bidhannagar: বিধাননগরে সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ

ফাঁসিদেওয়া চা বাগানে ঘটনাটি ঘটার সময় চা পাতা তোলার কাজ চলছিল। চা বাগানের ১৩ নম্বর সেকশনের মগডালে দুটি চিতাবাঘের (Leopard) মধ্যে হিংস্র লড়াই চলছিল, যা দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন এবং কাজ বন্ধ করে দেন। ঘটনাটি জানাজানি হতেই বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছান। ঘোষপুকুর বন দফতরের বনকর্মীরা (Forest Department) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘদের তাড়ানোর জন্য উদ্যোগ নেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এমন পরিস্থিতি চা বাগানগুলিতে (Tea Garden) বেশ উদ্বেগের (Anxiety) সৃষ্টি করেছে। চা বাগান এলাকায় বাঘের হামলা কিছুদিন ধরে বেড়েই চলেছে। শ্রমিকরা তাদের দৈনন্দিন কাজের জন্য প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন, যা তাদের নিরাপত্তা (Security) নিয়ে বড় প্রশ্ন উঠিয়ে দিয়েছে।

বনকর্মীরা চিতাবাঘের অবস্থান সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। চা বাগানের শ্রমিকরা রীতিমত আতঙ্কিত ফলে অনেকেই কাজে যেতে সাহস পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপের প্রয়োজনীয়তা স্পষ্ট।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT