শুভম দে: বৃহস্পতিবার রাতে অক্সফোর্ডের (Oxford University) কেলগ কলেজে (Kellogg College) বাংলার মুখ্যমন্ত্রী (West Bengal CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তৃতার দিকে নজর ছিল গোটা দেশের। নিজের জীবনের সংগ্রামের কথা দিয়ে বক্তৃতা শুরু করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। ভালই চলছিল সবকিছু কিন্তু হঠাৎ তাল কাটল একদল দর্শকের প্রশ্নে। উঠে এলো অতীতের সিঙ্গুর থেকে সাম্প্রতিক কালের আরজিকর প্রসঙ্গ (RG Kar Case)। কিন্তু মেজাজ হারালেন না মুখ্যমন্ত্রী। বাউন্সার সামলালেন দক্ষতার সঙ্গে।
আরও পড়ুন: Mamata in Oxford: অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণ, ঠিক যা যা বললেন মমতা
বাংলায় শিল্পায়ন প্রসঙ্গে বলতে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। টাটা গোষ্ঠীর টিসিএস সম্পর্কে বলার সময় হঠাৎই সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের ব্রিটেন শাখার জনা ছয়েক সদস্য হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে হইচই শুরু করে। তারা ভোট-পরবর্তী হিংসা থেকে আরজি কর ইস্যু নিয়ে একের পর এক বিষাক্ত বাউন্সার ছুঁড়ে দিতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। কিন্তু মুখ্যমন্ত্রী শান্তভাবে শুরুতেই তাদের বলেন, “আপনারা আমাকে স্বাগতম জানাচ্ছেন। ধন্যবাদ। আমি আপনাদের চকোলেট খাওয়াবো।“ এরপরেই আরজি কর নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “আপনারা কি জানেন বিষয়টি বিচারাধীন? ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। আমাদের হাতে নেই।“ প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার ফের আরজি কর মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশ মোতাবেক সিবিআইয়ের কেস ডাইরি পেশ করার কথা এদিন। শীর্ষ আদালতের নির্দেশে গত সোমবার থেকে কলকাতা হাইকোর্টে শুনানি চলছে এই মামলার।

তারপরেও থেমে থাকেননি বিক্ষোভকারীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথাও টেনে আনেন তারা। এখানেই বাজিমাত করলেন বাংলার ‘দিদি’ (Mamata Banerjee)। বাংলার ‘দাদা’ ‘র সামনে স্টেপ আউট করে ছক্কা হাঁকালেন। বিক্ষোভকারী ছাত্রদের ‘ভাই’ বলে সম্বোধন করে বললেন, “আপনাদের জন্য আমার সহানুভূতি রয়েছে। কিন্তু দয়া করে মিথ্যা বলবেন না। এটা রাজনীতি করার জায়গা নয়। বরং বাংলায় যান। পার্টিকে বলুন হাল ফেরাতে এবং রাজনৈতিকভাবে আমাদের মোকাবিলা করতে।“ হাততালিতে ফেটে পড়ে কেলগের কনফারেন্স হল। মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাকে অপমান করতে গিয়ে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের বদনাম করবেন না। আমি এখানে দেশের প্রতিনিধি হিসেবে এসেছি। নিজের দেশকে অপমান করবেন না।“

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এরপরেই উদ্যোক্তাদের তরফে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে ক্ষমাও চেয়ে নেন তারা। শেষে শান্ত অথচ দৃঢ়কণ্ঠে মুখ্যমন্ত্রী বলেন, “মনে রাখবেন ‘দিদি’ কারোর কথায় কান দেয় না। দিদি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো চলে। ক্ষমতা থাকলে আমায় ধরতে পারলে ধরে দেখান।“ বৃহস্পতিবার বিশ্বমঞ্চ তখন দেখল এক বাঙালির ‘দিদিগিরি!’