Padmapukur Lane Fire: রাতের অন্ধকারে বিধ্বংসী আগুন!

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: কলকাতার (Kolkata) ঘনবসতিপূর্ণ পদ্মপুকুর লেনের এক বস্তিতে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড (Padmapukur Lane Fire) ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটি কোনও দুর্ঘটনা নয়, বরং ষড়যন্ত্র করে (Conspiracy) আগুন লাগানো হয়েছে। এই ঘটনায় মূল অভিযোগের তির এক অসাধু প্রোমোটারের (Promoter) দিকে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ পদ্মপুকুর লেনের ৭/১ নম্বর বাড়িতে প্রথম আগুন দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা বাড়ি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে তারা সফল হতে পারেননি। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ। দমকল কর্মীদের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাড়ির অনেকটাই আগুনে পুড়ে যায়।

আরও পড়ুন:- Fire Incident: নারকেলডাঙায় বিধ্বংসী আগুন!

বাড়ির বাসিন্দাদের দাবি, এই আগুন স্বাভাবিক কোনো দুর্ঘটনা নয়। তারা স্পষ্টভাবে অভিযোগ করেছেন, এটি একটি পরিকল্পিত চক্রান্ত (Planned Fire)। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এক প্রোমোটিং সংস্থা (Real Estate Promoter) তাদের ওই বাড়ি খালি করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। কিন্তু তারা তাদের বাড়ি ছাড়তে নারাজ ছিল। ফলে ষড়যন্ত্র করে তাদের উচ্ছেদ করতেই এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে (Padmapukur Lane Fire) বলে তাদের সন্দেহ। স্থানীয় এক বাসিন্দার কথায়, “প্রোমোটারের লোকজন আমাদের বহুবার ভয় দেখিয়েছে। বলেছিল, আমরা যদি বাড়ি না ছাড়ি, তবে আমাদের থাকতে দেওয়া হবে না। আজ হঠাৎ করেই আগুন লাগল! এটা কাকতালীয় হতে পারে না। নিশ্চয়ই কোনও ষড়যন্ত্র আছে।” এই খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ও তাদের পাশে থাকার আশ্বাস দেন। মেয়র বলেন, “প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। কেউ ইচ্ছে করে আগুন লাগিয়ে থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এদিকে, আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করতে দমকল বিভাগ (Fire Department) তদন্ত শুরু করেছে। কীভাবে আগুন লাগল, সেটা বিদ্যুতের কারণে নাকি কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে, তা জানতে ফরেনসিক তদন্তের (Forensic Investigation) সম্ভাবনাও রয়েছে। এই অগ্নিকাণ্ডে (Padmapukur Lane Fire) কেউ আহত হননি, তবে বাসিন্দাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে প্রশাসন তৎপর। যদি ষড়যন্ত্রের প্রমাণ মেলে, তবে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT