ছুটির দিনে ছাত্রছাত্রীদের এক্সিবিশনের মাধ্যমে পড়াশোনা করাতে উদ্যোগী সল্টলেকে St. Francis Xavier স্কুল

কলকাতা শিক্ষা

নিউজ পোল ব্যুরো: বর্তমানে স্কুলগুলিতে পড়াশোনার পাশাপাশি নানা এক্সিবিশন, অনুষ্ঠান করা হয়। লক্ষ্য ছাত্র-ছাত্রীদের নতুন কিছু শেখানোর। তেমনই আজ সল্টলেকে St. Francis Xavier স্কুলে একদিনব্যাপী অ্যানুয়াল এক্সিবিশন এর আয়োজন করা হয়। এই এক্সিবিশনে প্রথম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। এক্সিবিশনের জন্য সমস্ত ছাত্র-ছাত্রীদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। বার্ষিক এক্সিবিশনের থিম ছিল “Innovation, Explore & Discover”।

স্কুলের হলেতেই প্রদর্শিত হয় Evolution of Science & Architecture from Ancient to Modern World। যার মধ্যে ছিল Sinauli Chariot of India, Catapult of Greece, Mummifications process of Egypt, Great Bath of Mohenja Daro, Aqueduct of Roman Empire, The Great Wall Of China । এছাড়াও ছাত্রছাত্রীরা ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, কম্পিউটার ল্যাবে নানা বিষয়ের উপরে বিভিন্ন মডেল তৈরি করে সকলের সামনে তুলে ধরে।

যারা যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের বিষয়গুলি ঘুরে ঘুরে বুঝিয়ে দেয় পড়ুয়ারাই। সল্টলেকে St. Francis Xavier স্কুলের এক্সিবিশনে নজর কেড়েছে কেমিস্ট্রি ল্যাবে কেমিক্যাল গার্ডেন, ink ক্রোমটোগ্রাফি, ইলেক্ট্রপ্লাটিং, কম্পিউটার ল্যাবে দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য যে বিশেষ লাঠি তারা ব্যবহার করে সেই বিশেষ লাঠিতে সেন্সর লাগানো যাতে কোন দুর্ঘটনা না হয়। যিনি চোখে দেখতে পান না সেই ব্যক্তি কোথাও যেন ধাক্কা না পায়, ধাক্কার আগে অটোমেটিক্যালি সেন্সর আওয়াজ করতে শুরু করে। এই সবটাই বোঝান স্কুলের ছাত্রছাত্রীরা। এছাড়াও নতুন কোডিং দিয়ে সিকিউরিটি লক, আধুনিক গাড়ি ছিল এক্সিবিশনের উল্লেখযোগ্য বিষয়। St Francis Xavier স্কুলের সেক্রেটারি এবং এডমিনিস্ট্রেটর অজয় চোপড়া এই প্রসঙ্গে বলেন, “আমাদের সম্প্রতি পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষার পর শিশুরা বাড়িতে বসে থাকে, ছাত্রছাত্রীদের বাড়িতে না বসিয়ে আমরাই এক্সিবিশনটি করার চিন্তা ভাবনা করি। যেহেতু তাদের প্রথমদিকে পড়াশুনা চাপ এত তা থাকেনা তার জন্য আর্ট আন্ড ক্র্যাফট এর দাঁড়া এই প্রোজেক্ট গুলো করেছে এর ফলে একটা শেখার অভিজ্ঞতাও হয়ে যায়।”

তিনি আরও বলেন, “আমাদের এই এক্সিবিশনে বিভিন্ন রকম সিভিলাইজেশন তুলে ধরা হয়েছে, আজকালকার দিনে শুধু বইতে পড়লে হবে না যদি নিজের হাতে একটা মডেল তৈরি করে শেখা বা জানা যায় সেটা অনেকটা ফলদায়ক। আজকালকার যুগে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবছর দশম-দ্বাদশ ফল আইসিএসসি বোর্ডের খুব ভালো হয়েছে। খুব তাড়াতাড়ি রেজাল্ট বার হবে। আইসিএসসি বোর্ড অনেক নতুনত্ব এনেছে পাঠ্যক্রমে। আইসিএসসি বোর্ড যেভাবে এ বছর প্রশ্ন করেছে তাতে পরীক্ষার্থীদের ভাবতে হবে মাথা খাটাতে হবে। এই মুহূর্তে আমাদের স্কুল এর পরিকাঠামো সংস্কার করা হচ্ছে, নতুন এসি হল তৈরী হয়েছে। এসি ক্লাসরুম যাতে করা যেতে পারে সেই নিয়ে চিন্তা ভাবনা আছে। আমরা সরকারের কাছে অবেদন জানিয়েছে যাতে আমরা নতুন এক স্কুল বিল্ডিং তৈরি করতে পারি।”

আরও পড়ুনঃ Mumbai: আইআইএম মুম্বইয়ের ক্যাম্পাসিংয়ে নজিরবিহীন সাফল্য

St. Francis Xavier স্কুলের প্রিন্সিপাল অনিল শ্রীবাস্তব জানান, “আমাদের সারা বছর ছাত্র-ছাত্রীদের যা পড়ানো হয় তারই একটা প্রতিফলন। তোমরা সারা বছর থিওরিতে যা পড়বে তোমাদের একদিন আমরা সময় দেবো তোমরা নিজের হাতে সেগুলো প্র্যাকটিক্যালি তৈরি করে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবে। আপনারা যদি লক্ষ্য করেন আমাদের সব কটি ল্যাবে প্র্যাকটিকাল ডেমোনস্ট্রেশন করা হয়েছে বিভিন্ন সাবজেক্টে। আমাদের ছাত্রছাত্রীদের ভেতরে যে প্রতিভা আছে তা একদিন তারা জনসাধারণের সামনে তুলে ধরবে।” এদিনের অনুষ্ঠানে শিক্ষণীয় জিনিস ছিল বলেই জানিয়েছে ছাত্রছাত্রীরা। অভিভাবকদের অনেকেই বলছেন স্কুলে পড়াশোনার পাশাপাশি যদি বছরে এই ধরনের অনুষ্ঠান হয় তাহলে ছাত্র-ছাত্রীরা নতুন অনেক কিছুই শিখতে পারবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/