Cattle Farming: সুন্দরবনের বাসিন্দাদের বিনামূল্যে গরু প্রদান রাজ্য সরকারের

জেলা রাজ্য

শ্যামল নন্দী, বারাসাত: সুন্দরবনের (Sundarban) প্রান্তিক মানুষের আর্থিক অবস্থার (Financial situation) উন্নতির লক্ষ্যে নতুন উদ্যোগ শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ এলাকায় প্রাণীসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে শতাধিক উন্নত প্রজাতির গরু বিতরণ করা হয়েছে। এই গরুগুলি বিতরণের উদ্দেশ্য একটাই! পশুপালনের (Animal husbandry) মাধ্যমে স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করা এবং তাদের জীবিকা সচল রাখা।

আরও পড়ুন: Karmatirtha Project: রাজনৈতিক সংঘাতের ছায়ায় কর্মতীর্থের অচলাবস্থা!

সরকারি এই উদ্যোগের আওতায়, হিঙ্গলগঞ্জের বিভিন্ন গ্রামে গরু পালন (Cattle Farming) শুরু করতে উৎসাহিত করা হয়েছে। এতে শুধু গরু পালনের (Cattle Farming) বিষয়ে সচেতনতা বাড়ানো নয় বরং স্থানীয় কৃষক ও পশুপালকদের (Herder) জন্য এটি একটি লাভজনক ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগও সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে গরুর লালন-পালন (Cattle Farming), চিকিৎসা সেবা ও স্বাস্থ্যসামগ্রী প্রদান করা হচ্ছে, যাতে গরুগুলি ভালোভাবে বড় হয়ে উৎপাদনক্ষম হয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো প্রান্তিক পশুপালকদের (Marginal herders) তাদের আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করা। বিনামূল্যে গরুর যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সেবা ও পরামর্শও দেওয়া হচ্ছে। এর মাধ্যমে, পশু পালনকারী কৃষকরা তাদের অর্থনৈতিক অবস্থা (Economic situation) উন্নত করতে সক্ষম হবে এবং এটি স্থানীয় অর্থনীতিতে এক নতুন প্রাণ সঞ্চার করবে।

স্থানীয়রা জানান, প্রাণী সম্পদের তরফে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই উদ্যোগে আমরা অত্যন্ত খুশি। আমরা প্রত্যেকেই একটি করে বকনা গরু পেয়েছি। দিদিকে এইজন্য ধন্যবাদ জানাই।

এই প্রকল্পের ফলে শুধু কৃষক নয়, পুরো অঞ্চলের উন্নতিতে সহায়তা করবে। সুন্দরবনের প্রান্তিক মানুষের জন্য এটি একটি সুখবর, যা তাদের জীবিকা নির্বাহে নতুন দিশা দেখাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT