Tariff War : আমেরিকার সঙ্গে যুদ্ধে নেমেই পড়ল কানাডা! কী বললেন নতুন প্রধানমন্ত্রী?

আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য রাজনীতি

নিউজ পোল ব্যুরো: শেষমেষ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধে (Tariff War) নেমেই পড়ল কানাডা। দুই দেশেই রাজনৈতিক পালাবদল ঘটেছে সাম্প্রতিক কালে। কানাডায় জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) পরিবর্তে নয়া প্রধানমন্ত্রী হয়েছেন মার্ক কার্নি (Mark Carney)। অন্যদিকে দ্বিতীয়বারে মত আমেরিকার মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় এসেই চালু করেছেন নয়া শুল্কনীতি। এর জেরেই পুরোনো সম্পর্ক শেষ করে প্রতিবেশীদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করল কানাডা।

আরও পড়ুন: VISA Scam : মানুষের বদলে আবেদন রোবটের, ২ হাজার ভারতীয়কে ভিসা দেবে না আমেরিকা

নয়া শুল্কনীতি চালু করে ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছেন বিশ্বের উদ্দেশ্যে। যে দেশ মার্কিন পণ্যের ওপরে যত বেশি শুল্ক চাপাবে সেই দেশের পণ্যের ওপর আমেরিকাও তত বেশি শুল্ক আরোপ করবে। এর আগে ট্রাম্পের এই নয়া শুল্ক নীতির বিরুদ্ধে মুখ খুলেছিল চিন। জিনপিং সরকারের তরফে সন্মুখ সমরে (Tariff War) যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। আর এবারে চুপ থাকল না কানাডাও।

বুধবারই আমেরিকায় রফতানি করা সমস্ত গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা করেছেন ট্রাম্প। এরপরই প্রতিবেশীদের সঙ্গে শুল্ক যুদ্ধে (Tariff War) নেমে পড়েছে কানাডা। আগামী ২৮ এপ্রিল কানাডায় সাধারণ নির্বাচন। ট্রাম্পের ঘোষণার সময় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। মার্কিন রাষ্ট্রপতির শুল্ক নিয়ে নয়া ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি রাজধানী অটোয়ায় ফিরে গিয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই বৈঠক শেষে কার্নি জানান, “আমরা আমেরিকার শুল্কনীতির বিরুদ্ধে লড়াই করব। পাল্টা শুল্ক চাপাব। আর তার প্রভাব আমেরিকার ওপরেই সবথেকে বেশি পড়বে। কানাডার ওপর তেমন প্রভাব পড়বে না।” এতেই শেষ নয়। ট্রাম্পের গাড়ির ওপর শুল্ক আরোপ করার সিদ্ধান্তকে অযৌক্তিক ‘দাবি’ করে কানাডার প্রধানমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে যে বাণিজ্যিক চুক্তি রয়েছে তা লঙ্ঘন করেছে আমেরিকা। বলেন, “আমেরিকা আর আমাদের মধ্যে যে পুরনো বন্ধুত্ব ছিল তা শেষ হয়ে গিয়েছে।