London: ২০২৬-এর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, অক্সফোর্ডে ভাষণ নিয়ে সুকান্তর নিশানায় মমতা

কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: লন্ডনে (London) অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তৃতা দেওয়ার সময় আরজিকর কাণ্ড নিয়ে প্রশ্নের সম্মুখীন হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেশ কিছুক্ষণ এই নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টিও হয়। অক্সফোর্ডে (OXford) মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে আক্রমণ করা হয়। এই নিয়েই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। যদিও পরিস্থিতি একেবারে ঠাণ্ডা মাথায় সামাল দেন। তবে লন্ডনে মুখ্যমন্ত্রীর ভাষণ নিয়েই বঙ্গরাজনীতিতে পারদ চরছে। সেই বিষয় নিয়েই এবার মুখ খুললেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

এক্স পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন, ‘আরেকবার যথারীতি বাংলার মান সম্মান ডুবিয়ে এলেন মুখ্যমন্ত্রী। উনি বেশি বললেই বাংলার মান সম্মান চলে যায়। কারণ, এমন সব শব্দ, এমন সব ভাষা বলেন উনি যাতে বাংলার মান সম্মান, দেশের মান সম্মান যায়। আরজি কর নিয়ে ওনাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এটা অত্যন্ত স্বাভাবিক। আরজি করে যারা তথ্যপ্রমাণ লোপাটে অভিযুক্ত ছিলেন, যাদের নাম বারবার এসেছে তাদের অন্যতম সোমনাথ দে, তাকে তিনি পানিহাটির চেয়ারম্যান করলেন। অর্থাৎ পুরস্কার দিলেন। বাংলার মানুষ, বাঙালি চুপ করে বসে থাকবে? বাঙালি তো সেই ধরণের মেরুদণ্ডহীন জাতি নয়। বাঙালি প্রশ্ন করবেই। কলকাতায় করতে পারে না, কারণ কলকাতায় পুলিশ ঘিরে রাখে। পুলিশ সরিয়ে দিন, মাননীয়া মুখ্যমন্ত্রীকে কলকাতাতে রাস্তায় দাঁড় করিয়ে বাঙালিরা প্রশ্ন করবে।’ কটাক্ষ করেছেন দিলীপ ঘোষও। বলেছেন, “উনি তো মিথ্যে কথাই বলেন। বিদেশে গিয়ে পশ্চিমবাংলাকে নিয়ে লোক হাসাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

আরও পড়ুনঃ Rehab Centre: সরকারি রিহ্যাব সেন্টারের খবার খেয়ে মৃত ৪ শিশু

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, বৃহস্পতিবার লন্ডনের (London) কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জখন বক্তব্য রাখছিলেন ঠিক তখনই আরজি কর কাণ্ড ও টাটাদের শিল্প নিয়ে প্রশ্ন করেন সেখানে পাঠরত বাঙালি ছাত্ররা। যদিও অভিযোগ যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন তাঁরা কেউ অক্সফোর্ডের ছাত্র নয়। বিশৃঙ্খলার উদ্দেশেই তারা ঢুকেছিলেন বলে সূত্রের খবর। তারা প্ল্যাকার্ড হাতে মুখ্যমন্ত্রীকেই আরজি করের চিকিৎসকের খুনি বলে দাবি করেন। তৃণমূলের বক্তব্য, ”সিপিএমের দু-চারপিস অক্সফোর্ডে বাঁদরামি করল।” অনুষ্ঠানের পর অবশ্য বিশৃঙ্খলার দায় নিয়েছে ব্রিটেনের এসএফআই।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/