Bengal Safari Park: আলিপুর চিড়িয়াখানা থেকে সিংহী এবার সাফারি পার্কে!

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যের দুই চিড়িয়াখানায় আসতে চলেছে নতুন অতিথি। একটি কলকাতার আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoo) এবং অন্যটি শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park)। তবে এই দুই অতিথি বাইরের কোনো রাজ্য বা দেশ থেকে আসবে না। কেন্দ্রীয় জু অথরিটির অনুমোদন পেয়ে প্রাণী বিনিময়ের (Animal Exchange) মাধ্যমে তাদের পাঠানো হবে।

আরও পড়ুন: Dooars: এলফিতে সেলফি

আলিপুর চিড়িয়াখানা থেকে বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হবে একটি সিংহী। আর সাফারি পার্ক (Bengali Safari Park) থেকে আলিপুর চিড়িয়াখানায় যাবে একটি রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই রাজ্য জু অথরিটি এই প্রাণী বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করবে। এর ফলে বেঙ্গল সাফারি পার্কে (Bengali Safari Park) সিংহীর সংখ্যা বেড়ে চারটি হবে।

রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন, “বেঙ্গল সাফারিতে বাঘ প্রজনন সাফল্যের সঙ্গে হয়েছে, এবং সিংহ প্রজননেও আমরা সফলতা অর্জন করেছি। ইতিমধ্যেই আটটি বাঘ আমরা অন্যান্য চিড়িয়াখানায় পাঠিয়েছি। সিংহ শিডিউল এক তালিকার প্রাণী। তাই তাদের সংরক্ষণ করা প্রয়োজন। বেঙ্গল সাফারিতে সিংহ ভালোভাবে প্রজনন করেছে। তাই আমাদের এখন লক্ষ্য সিংহের প্রজনন আরও বৃদ্ধি করা।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, “সিংহী আনার জন্য অনুমোদন প্রক্রিয়া চলছে, সব কিছু ঠিকঠাক হলে বিস্তারিত জানানো হবে।” বর্তমানে বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) সংখ্যা ১১টি। গত বছর এপ্রিলে সেখানে একটি রয়্যাল শাবকের জন্ম হয়েছিল। তার পর, ফেব্রুয়ারিতে সিপাহিজালা চিড়িয়াখানা থেকে আনা হয় সুরজ ও তনয়া নামে একটি সিংহ দম্পতি। তারা ১১ মাস আগে দু’টি শাবকের জন্ম দেয়, তবে একটির মৃত্যু হলেও বাকি শাবকটিকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে।

সাফারি পার্ক কর্তৃপক্ষ এখন দ্বিতীয়বার প্রজননের জন্য আলিপুর চিড়িয়াখানা থেকে একটি সিংহী আনার প্রক্রিয়া শুরু করেছে। অন্যদিকে, সিংহ সাফারি পার্কে আনলেও এখনও সিংহ সাফারি শুরু হয়নি। তবে, সিংহের জন্য এনক্লোজার তৈরির কাজ শেষ হয়েছে এবং পূজোর আগেই সিংহ সাফারি চালু হবে বলে জানিয়েছেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT