Chhattisgarh Encounter: ছত্তিশগড়ে মাওবাদী-সিআরপিএফ সংঘর্ষ, নিহত ১৬ মাওবাদী

দেশ

নিউজ পোল ব্যুরো: ছত্তিসগড়ের (Chhattisgarh) সুকমা (Sukma) জেলায় শনিবার সকাল থেকে শুরু হয়েছে মাওবাদী (Maoist) বিরোধী অভিযান (Chhattisgarh Encounter)। গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী (Security Forces) জঙ্গলে অভিযান চালায়। ইতিমধ্যেই এনকাউন্টারে (Encounter) ১৬ জন মাওবাদী খতম হয়েছে বলে সূত্রের খবর। তবে এই সংঘর্ষে আহত হয়েছেন দুই নিরাপত্তারক্ষী। সূত্রের খবর, সুকমা জেলার কেরলাপল থানার (Kerlapal Police Station) অন্তর্গত গোগুন্ডা পাহাড়ে (Gogunda Hills) মাওবাদীরা ঘাঁটি গেড়েছিল। সেখানেই ছিল মাওবাদী নেতা জগদীশের (Maoist Leader Jagdish) আস্তানা। গোপন সূত্রে এই খবর পাওয়ার পরই অভিযানে নামে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)।

আরও পড়ুন:- Delhi CM Rekha Gupta: রাজধানীর দূষণ রুখতে নতুন পদক্ষেপ, কী বললেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত?

শুক্রবার রাত থেকেই যৌথ বাহিনী মাওবাদীদের খোঁজ শুরু করেছিল। এরপর শনিবার সকালে শুরু হয় সরাসরি গুলির লড়াই। সংঘর্ষে ১৬ জন মাওবাদী নিহত হয়। যদিও এই অভিযানে দুই নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে সূত্রের খবর। প্রশাসন জানিয়েছে, নিহত মাওবাদীদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং গোটা এলাকায় আরও অভিযান চালানো হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে ভারতকে মাওবাদীমুক্ত (Maoist-Free India) করার আশ্বাস দিয়েছিলেন। সেই লক্ষ্যেই লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী (Chhattisgarh Encounter)। বস্তার অঞ্চলের (Bastar) আইজিপি সুন্দররাজ (IGP Sundarraj) জানিয়েছেন, মাওবাদী দমন অভিযানে বিজাপুর (Bijapur) ও সুকমার DRG, কোবরা (COBRA) এবং CRPF একসঙ্গে কাজ করছে। সাম্প্রতিককালে নিরাপত্তা বাহিনী একাধিক সফল অভিযান চালিয়েছে। বস্তার, বিজাপুর, দান্তেওয়াড়া (Dantewada), নারায়ণপুর (Narayanpur) অঞ্চলে মাওবাদীদের শক্ত ঘাঁটি ছিল। তবে ধাপে ধাপে সেই প্রভাব কমিয়ে আনছে প্রশাসন। গত কয়েক বছরে বহু মাওবাদী নেতা নিহত হয়েছে বা আত্মসমর্পণ করেছে। তবুও, এখনো কিছু অঞ্চলে মাওবাদীদের কার্যকলাপ চলছে বলে মনে করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

নিরাপত্তা বাহিনীর এই সাফল্যে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁই (Vishnu Deo Sai) বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেন, “২০২৬ সালের মধ্যে বস্তার ভয়মুক্ত হবে, আমি নিশ্চিত। ছত্তিসগড়ে মাওবাদীদের বিরুদ্ধে লড়াই প্রবল গতিতে এগোচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাওবাদ দমনের যে চ্যালেঞ্জ নিয়েছেন, তার বাস্তবায়ন হচ্ছে। একের পর এক সাফল্য অর্জন করছে নিরাপত্তা বাহিনী (Chhattisgarh Encounter)। আমি তাদের সাহসিকতাকে স্যালুট জানাই।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT