Mamata Banerjee: লন্ডন সফর শেষে আজই কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী

কলকাতা

নিউজ পোল ব্যুরো: ছ’দিনের লন্ডন সফর শেষ করে আজ শনিবার কলকাতায় ফিরছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লন্ডন (London) হয়ে দুবাই সেখান থেকেই বিমান বদলে কলকাতায় আসবেন তিনি। হিথরো বিমানবন্দর থেকে শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত ১০টায় (ভারতীয় সময় শনিবার ভোর সাড়ে ৩টে) তাঁর বিমান রওনা দেয়। আজ শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর বিমানের।

শনিবার ভারতীয় সময় বেলা সাড়ে ১১টা-১২টা নাগাদ এমিরেটসের বিমানে দুবাই পৌঁছান মুখ্যমন্ত্রী। এমনটাই খবর। সেখান থেকে ইতিমধ্যেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই অরস্নগে উলেক্ষ্য লন্ডন থেকে কলকাতার সরাসরি কোনও বিমান নেই কলকাতা থেকে দিল্লি বা মুম্বই হয়ে বা দুবাই গিয়ে সেখান থেকে বিমান বদল করে লন্ডন যেতে হয় বা লন্ডন থেকে কলকাতা ফিরতে হয়। লন্ডন সফরে গিয়ে এই সমস্যা সমাধানের জন্য সপ্তাহে দুই দিন কলকাতা থেকে লন্ডন সরাসরি বিমান চালানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনে গিয়ে প্রথম দিনের বৈঠকেই এই আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই বিমান পরিষেবা নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে বলে খবর। এমনকি লন্ডন থেকে কলকাতা ফেরার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার দুটো লক্ষ‍্য আছে। এক, কলকাতায় অক্সফোর্ডের একটা ক‍্যাম্পাস। এবং দুই, সপ্তাহে দু’দিন কলকাতা-লন্ডন ব্রিটিশ এয়ারওয়েজের সরাসরি উড়ান চালু করা।’’ কলকাতা ফিরে এই বিষয় নিয়ে তিনি আরও বিস্তারিত কিছু জানান কিনা সেই দিকেই নজর রয়েছে সকলের।

আরও পড়ুনঃ Chhattisgarh Encounter: ছত্তিশগড়ে মাওবাদী-সিআরপিএফ সংঘর্ষ, নিহত ১৬ মাওবাদী

গত শনিবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ছিল ঠাসা কর্মসূচি। শিল্পপতিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি যোগ দিয়েছিলেন বিশ্বের সবথেকে পুরানো বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডে। সেখনে নারী ক্ষমতায়ন নিয়ে বক্তৃতাও দেন। তবে তাঁকে আরজি কর ও টাটার চলে যাওয়া নিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীনও হতে হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। অক্সফোর্ডের সভাঘরে বিশৃঙ্খলাও সৃষ্টি হয়, যা নিয়ে বঙ্গ রাজনীতিতেও ঝড় উঠেছে। যদিও সেই সময়ে তিনি পরিস্থিতি ঠাণ্ডা মাথায় সামাল দেন। অক্সফোর্ডের সেই ঘটনা নিয়ে কলকাতা ফিরে মুখ্যমন্ত্রী কিছু মন্তব্য করেন কিনা সেই দিকেও নজর থাকছে সকলের।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/