Earthquake : একই দিনে ৬ বার কম্পনে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা! সাহায্যের আর্তি মায়ানমারের

আন্তর্জাতিক আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: একবার কিংবা দুবার নয়। মোট ছয়বার ভূমিকম্প (Earthquake)। তার জেরে মায়ানমারে কার্যত ঝড়ের গতিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। শুক্রবার সেদেশে সবথেকে জোরালো ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.৭। বলা যেতে পারে, এই একটি কম্পনেই তছনছ হয়ে গিয়েছে দেশের একটি বড় অংশ। ভেঙে পড়েছে একের পর এক বহুতল। ধ্বংস হয়ে গিয়েছে সেতু। সূত্রের খবর, ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৯৪ জনের। অন্যদিকে আহত অগুন্তি।

আরও পড়ুনঃ Vladimir Putin : সত্যিই মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন পুতিন? বিরাট মন্তব্য জেলেনস্কির

এই ভয়ঙ্কর পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই দেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সেইসঙ্গে ভূমিকম্প-বিধ্বস্ত মায়ানমার সাহায্যের আবেদন জানাচ্ছে বিশ্বের সকল দেশ এবং স্বেচ্ছাসেবী সংস্থার কাছে। জুন্টা সরকারের প্রধান মিন আং হলাইং দেশে জরুরি অবস্থা ঘোষণা করে সাহায্যের আর্তি জানিয়েছেন। এদিকে প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ৬৯৪ জনের মৃত্যু হলেও এই সংখ্যাটি আরও বৃদ্ধি পেতে পারে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’র তরফে জানানো হয়েছে, শুক্রবার মায়ানমারে প্রথম ভূমিকম্পটি (Earthquake) হয় ভারতীয় সময় বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ। এর উৎসস্থল বার্মা থেকে ১২ কিলোমিটার উত্তরে। এরপর আরও মোট ৫ বার ভূমিকম্প হয়েছে সারাদিনে। সব মিলিয়ে ১০ ঘন্টায় ১৪ বার আফটার শকের খবর পাওয়া যাচ্ছে। এর আঁচ পড়েছে প্রতিবেশী দেশ তাইল্যান্ডেও। এই দেশে একটি বহুতল ভেঙে ১১৭ জনের আটকা পড়ার খবর পাওয়া গিয়েছে। সেখানে মৃত্যু হয়েছে ৮ জনের।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

তবে তাইল্যান্ডের তুলনায় মায়ানমারে ক্ষয়ক্ষতি অনেক বেশি। প্রাণহানির পাশাপাশি একের পর এক বাড়ি, স্মৃতিসৌধ, মসজিদ ধসে পড়েছে। ভেঙে পড়েছে সেতু। উপড়ে গিয়েছে গাছ এবং বিদ্যুতের খুঁটি। ফাটল দেখা দিয়েছে রাস্তায়। সব মিলিয়ে ভূমিকম্পের (Earthquake) জেরে মায়ানমারে ক্ষয়ক্ষতির ছবিটা এখনও স্পষ্ট নয়। আমেরিকার সরকারি সংস্থার দাবি, মায়ানমারে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রস আশঙ্কা করছে, ভূমিকম্পের ফলে মায়ানমারে বন্যাও দেখা দিতে পারে। কারণ, ভূমিকম্পে দেশের বড় বড় বাঁধগুলিতে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে।