মিলন পণ্ডা,পূর্ব মেদিনীপুর: ফের তৃণমূল-বিজেপি (TMC-BJP) সংঘর্ষ! এদিন কাঁথি অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (কার্ড ব্যাঙ্ক) পরিচালন কমিটির নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস (TMC) এবং বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার (Saturday) সকাল ৯টা নাগাদ ভোট প্রক্রিয়া (Contai Election) শুরু হলেও কিছুক্ষণ পরেই দু পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সকাল ১০টার দিকে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। যা কিছু সময়ের মধ্যে হিংসাত্মক আকার নেয়। দুই দলের কর্মী সমর্থকরা একে অপরকে মারপিট শুরু করেন। পরিস্থিতি বেগতিক হয়ে যাওয়ার পর কাঁথি পুরসভার (Contai Municipality) পুরপ্রধান সুপ্রকাশ গিরি ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি (Situation) নিয়ন্ত্রণে আনার জন্য কাঁথি (Contai Election) থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ দুই পক্ষের কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।
আরও পড়ুন: Burdwan University: শোকজের পর সাসপেন্ড করা হল রাজ কলেজের প্রিন্সিপালকে
বিজেপি নেতৃত্বের দাবি, কাঁথি পুরসভা ১৭ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তাপস দলাইয়ের নেতৃত্বে তৃণমূল কর্মীরা ভোটারদের প্লিপ ও আইকার্ড কেড়ে নিচ্ছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় বিজেপি নেতারা তাদের ক্যাম্পে এসে ভোটারদের বাধা দিচ্ছেন। অশ্লীল ভাষায় গালাগালির মাধ্যমে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন।

তৃণমূলের যুব সভাপতি সুরজিৎ নায়ক বলেন, “ভোটের প্রথম থেকেই সুষ্ঠু প্রক্রিয়ায় ভোট (Contai Election) চলছে। কিন্তু বিজেপি নেতারা আমাদের ক্যাম্পে এসে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলে সংঘর্ষের ঘটনা ঘটে।”
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/
কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি বিজেপি নেতাদের অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ধরনের অশান্তি সৃষ্টি করে বিজেপির নেতারা তাদের হার নিশ্চিত করতে চাইছে। তারা জানে, জনগণের সমর্থন নেই। তাই তারা এসব গন্ডগোল তৈরি করছে। তবে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে সক্ষম হচ্ছে।”
এদিকে, বিজেপি নেতারা এই ঘটনার জন্য তৃণমূলকে (TMC) দায়ী করে তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার অভিযোগ তুলেছেন। বিজেপির (BJP) তরফে বলা হয়েছে, “তৃণমূলের পক্ষ থেকে ভোট লুটের পরিকল্পনা করা হচ্ছে এবং এর পেছনে সুপ্রকাশ গিরির সমর্থন রয়েছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT