Dalimtar: কালিম্পঙ অন্যভাবে ঘুরতে চাইছেন? তাহলে ঘুরে আসুন এই স্বর্গীয় গ্রাম থেকে!

ভ্রমণ

রাইমা রায়: বাংলার পর্যটন মানচিত্রে (Bengal Tourism Map) নতুন সংযোজন ডালিমতার (Dalimtar), প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অনন্য স্বর্গ। সবুজ পাহাড় (Green Hills), ঝরনা (Waterfalls), চা-বাগান (Tea Garden) আর নিরিবিলি পরিবেশ ডালিমতারকে করে তুলেছে এক আদর্শ ভ্রমণস্থান। ডুয়ার্সের (Dooars) এই আনকোরা গ্রামটি গরুবাথান (Gorubathan) থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে। মালবাজার (Malbazar) থেকে গাড়িতে ৪০ মিনিটের পথ পেরোলেই পৌঁছে যাবেন প্রকৃতির এই অপার লীলাভূমিতে। পর্যটনের (Tourism) ব্যাপক প্রসার এখনও হয়নি বলে এখানে হোমস্টে (Homestay) সংখ্যা কম, তবে যারা প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য এটি এক আদর্শ স্থান। ডালিমতার, যা কালিম্পং (Kalimpong) জেলার অন্তর্গত, প্রকৃতির অকৃপণ আশীর্বাদে গড়ে ওঠা এক পাহাড়ি গ্রাম (Mountain Village)। এখানে পৌঁছানোর পথে গরুবাথান হয়ে সোমবারিয়ার (Somberia) জমজমাট হাট পেরিয়ে দেখা মিলবে ডালিমখোলা (Dalimkhola) নদীর। পাহাড়ি পথে (Hilly Roads) জঙ্গলের মধ্য দিয়ে বয়ে চলেছে জলধারা, যেন এক চঞ্চল কিশোরী। সেই খোলার উপর দিয়ে সিমেন্টের ব্রিজ পেরিয়ে কিছু বাঁক ঘুরলেই বিস্তীর্ণ চা-বাগান ঘেরা উপত্যকায় পৌঁছে যাবেন।

আরও পড়ুন:- Offbeat Kashmir: এই বসন্তে কাশ্মীর ভ্রমণ? মিস করবেন না এই তিনটি অপূর্ব উপত্যকা!

প্রায় ৩৬০০ ফুট উচ্চতায় (Altitude) অবস্থিত ডালিমতারে (Dalimtar) প্রায় শতাধিক গোর্খা (Gorkha) পরিবারের বসবাস। এখানকার মানুষদের বেশিরভাগই বৌদ্ধ ধর্মাবলম্বী (Buddhist) এবং নিরামিষাশী (Vegetarian)। গ্রামবাসীরা মূলত চাষবাস (Farming) ও গৃহপালিত পশু প্রতিপালন করেন। এখানে হ্যান্ডমেড চা (Handmade Tea), ধান, আলু, সবজি, দুধ, ডিম, মাংস ইত্যাদির উৎপাদন হয়। এই অঞ্চলের বিশেষ আকর্ষণ হল বড় এলাচ (Cardamom) ও ফুলঝাড়ু গাছ (Broom Grass), যা সর্বত্র ছড়িয়ে রয়েছে। সারা বছর মনোরম আবহাওয়া (Pleasant Climate) এখানে পর্যটনের অন্যতম কারণ। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের সঙ্গে মিশে আছে ভ্রমণের (Travel) নানা বৈচিত্র্য। ঢালু ভিউপয়েন্ট (Viewpoint) থেকে দেখা যায় নিচে বয়ে চলা চেল নদী (Chel River), যা শেষে মিলেছে তিস্তার (Teesta) জলে। চারপাশে বিস্তৃত টি-গার্ডেন (Tea Estate) ও পাহাড়ি জনবসতির (Mountain Hamlet) অপূর্ব দৃশ্য।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

ডালিমতারের (Dalimtar) অন্যতম আকর্ষণ হল ঐতিহাসিক ডালিমফোর্ট (Dalim Fort)। এটি একসময় ভুটান যুদ্ধের (Bhutan War) স্মৃতি বহন করত। ১৮৬৪ সালের অ্যাংলো-ভুটান যুদ্ধের (Anglo-Bhutan War) সময় ব্রিটিশ সেনারা এই দুর্গটি ব্যবহার করত। বর্তমানে এটি ধ্বংসাবশেষ (Ruins) হয়ে দাঁড়িয়ে রয়েছে। পাথুরে রাস্তা ধরে হাঁটলে দেখা মিলবে টাসটিনকা ঝরনা (Tastinka Waterfall)। এই দুর্গটি ‘হেরিটেজ’ (Heritage) স্বীকৃতি পেলেও বর্তমানে অবহেলিত অবস্থায় রয়েছে। ডালিমতার তার অনাবিল সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদ ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে এক অপূর্ব পর্যটন স্থান (Tourist Destination)। যারা প্রকৃতির মাঝে নির্জনতা খুঁজছেন, তাদের জন্য এটি এক আদর্শ গন্তব্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT