নিউজ পোল ব্যুরো: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ডাম্পিং গ্রাউন্ডে (Dumping Ground)। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের (Madhyamgram) দিগবেরিয়া তেতুলতলায় একটি ডাম্পিং গ্রাউন্ডে (Dumping Ground)। আগুনের সূত্রপাত কিভাবে, তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে বজ্র পদার্থ জমে থাকার কারণে সেখানে আগুন লেগে থাকতে পারে। ডাম্পিং গ্রাউন্ডের (Dumping Ground) ভেতরে জমে থাকা পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: Haldia: বিধানসভা ভোটের আগে বড় সাফল্য, শিল্পাঞ্চল দখল বামেদের
ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয় মানুষরা জানিয়েছেন, ওই অঞ্চলের গা ঘেঁষেই নাসিমা বিবির একটি ঘর আছে। সেখানে তিনি তার বাচ্চাসহ ছিলেন। আগুনের তীব্র তাপ সেখানেও পৌঁছায় এবং ঘরের কিছু জিনিসপত্র পুড়ে যায়।নাসিমা বিবি জানান, “যেকোনো মুহূর্তে বিপদ ঘটতে পারত। আমি খুবই ভয় পেয়েছিলাম। তবে এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে আমাদের ঘর থেকে সব জিনিস বের করতে হয়েছে।” স্থানীয় মানুষের অভিযোগ, এই ডাম্পিং গ্রাউন্ড দ্রুততর এখান থেকে সরানো উচিত।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)। তিনি স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়েন।খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, “স্থানীয়দের বিক্ষোভের ব্যাপারে আমি পুরোপুরি একমত। তাদের উদ্বেগ এবং ক্ষোভ যুক্তিসঙ্গত। এ বিষয়ে আগামীকাল পৌরসভায় আলোচনা করা হবে।”
তবে, অগ্নিকাণ্ডের পরও দমকল বাহিনীর কোনও দেখা মেলেনি। স্থানীয়রা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল বাহিনীর তৎপরতা আরও দ্রুত হওয়া উচিত ছিল। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি এবং স্থানীয়রা উদ্বিগ্ন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই ঘটনার পরেই প্রশাসনের কাছে দাবি উঠেছে, দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। যাতে ভবিষ্যতে এমন বিপদের সম্মুখীন না হতে হয়।