Indian Air Force: সেনা ক্যাম্পে খুন ভারতীয় বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: চাঞ্চল্যকর ঘটনা। শনিবার সকালে প্রয়াগরাজ সেনানিবাস এলাকার সরকারি বাসভবনে ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত ভারতীয় বিমান বাহিনীর (Indian Air Force) এক সিভিল ইঞ্জিনিয়ার। পুরমুফতি স্টেশন হাউস অফিসার (SHO) মনোজ সিং জানিয়েছেন, ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে এক পরিচয়ের অজ্ঞাত আততায়ী তাঁর উপর গুলি চালায়।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। খবর অনুযায়ী, “নিহত ব্যক্তি, যার নাম এসএন মিশ্র (৫১) তার বুকে গুলি লাগে। তাকে তাৎক্ষণিকভাবে সেনা হাসপাতালে নেওয়া হয়, যেখানে পরে তিনি মারা যান।” মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের আগে পুলিশ পরিবারের পক্ষ থেকে অভিযোগের দায়ের অপেক্ষায় রয়েছে। এসএন মিশ্রের স্ত্রী, ছেলে এবং মেয়ে রয়েছেন। পুলিশ হামলাকারীকে শনাক্ত করতে এবং হত্যার পেছনের উদ্দেশ্য নির্ধারণের জন্য তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে ভোর ৩:৩০ মিনিটে একটি সামরিক ঘাঁটির ভেতরে বিমান বাহিনীর একজন সিভিল ইঞ্জিনিয়ারকে গুলি করে হত্যা করা হয়। হামলাকারী সীমানা প্রাচীর ভেঙে মৃত ব্যক্তিকে ডাকতে থাকে এবং তিনি যখন তার জানালা খুলে দেয় তখন তারা একাধিক গুলি চালায়। এই ঘটনার পর বিমান বাহিনীর আবাস্থলে নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। পুলিশ অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য সিসিটিভি ফুটেজ পরীক্ষা সহ সকল দিক খতিয়ে দেখছে।

আরও পড়ুনঃ Chhattisgarh Encounter: ছত্তিশগড়ে মাওবাদী-সিআরপিএফ সংঘর্ষ, নিহত ১৬ মাওবাদী

বিমান বাহিনীর (Indian Air Force) এক সিভিল ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনা ছাড়া, আরেকটি পৃথক ঘটনায়, মঙ্গলবার রাঁচির দিপাটোলি সেনানিবাসে নিযুক্ত ৪৯ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেলকে খেলগাঁও হাউজিং কমপ্লেক্সের পার্কিং এলাকায় মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। দিবাকর সিং নামে পরিচিত ওই অফিসার বিহারের মুজাফফরপুর জেলার বাসিন্দা এবং ২০১৯ সাল থেকে রাঁচিতে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, তিনি এবং তাঁর পরিবার গত এক বছর ধরে হাউজিং কমপ্লেক্সে বসবাস করছিলেন। তার পরিবারের সদস্যরা দাবি করেছেন যে তিনি সাম্প্রতিক মাসগুলিতে কাজের চাপে ছিলেন। দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন যে ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। খেলগাঁও থানার ইনচার্জ চন্দ্র শেখর সিং জানিয়েছেন, “সকাল সাড়ে ৬টার দিকে পার্কিং লটে সিং-এর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা এবং পুলিশকে খবর দেন। সেনা অফিসার আত্মহত্যা করেছেন নাকি খুনের ঘটনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, এবং রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে আমরা মন্তব্য করতে পারব। তবে, আমরা সম্ভাব্য সকল দিক থেকে বিষয়টি তদন্ত করছি।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/