নিউজ পোল ব্যুরো: ১২ বছর পর ফিবা ৩x৩ এশিয়া কাপ বাস্কেটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ল ভারত (Indian Basketball Team)। শুক্রবার সিঙ্গাপুরে অরবিন্দ মুথু কৃষ্ণানের অসাধারণ পারফরম্যান্সে ভর করে বিশ্ব ক্রমতালিকায় ৪১ নম্বরে থাকা তাইওয়ানকে ২১-১৮ ব্যবধানে হারিয়েছে তারা। এর আগে ২০১৩ সালে কাতারে টুর্নামেন্টের প্রথম সংস্করণে শেষ আটে পৌঁছেছিল ভারত।
আরও পড়ুন: Asian Wrestling Championship 2025: এশীয় মঞ্চে ভারতীয় কুস্তিগিরদের বড় সাফল্য
বিশ্ব ক্রমতালিকায় ৬৭ নম্বর রয়েছে ভারতীয় দল (Indian Basketball Team)। শুক্রবার ম্যাচের শুরুতেই ১-৩ ব্যবধানে পিছিয়ে ছিল তারা। কিন্তু ধীরে ধীরে চালকের আসনে ফেরেন প্রণব-হর্ষরা। এরপর প্রণব প্রিন্স, হর্ষ ডাগর এবং অরবিন্দ মুথু ৮-৬ ব্যবধানে এগিয়ে দেয় ভারতকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই লিড ফিরে পায় তাইওয়ান। তবে তা বেশি সময় স্থায়ী হয়নি। শীঘ্রই ১৫-১৫ স্কোরে সমতা ফিরিয়ে আনে ভারতীয় কেজাররা। এরপর টানা চারটি পয়েন্ট নিয়ে এগিয়ে যায় তারা এবং শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি ম্যাচে তাইওয়ানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে নয় সর্বাধিক পয়েন্ট স্কোর করেন অরবিন্দ মুথু (৯)। এদিন তাইওয়ানকে বারবার টেক্কা দিতে থাকে ভারত। ফলে ফাউল করে বসে তাইওয়ান খেলোয়াড়রা। যার সুবিধা নিয়ে ধীরে শুরু করলেও এগিয়ে যেতে থাকে ভারত।

পুল বি -এ তাদের শেষ ম্যাচেও ভারত (Indian Basketball Team) বিশ্বের ১১ নম্বর দল চীনকে প্রায় হারিয়েই দিয়েছিল। এক পর্যায়ে ১৫-১১ ব্যবধানে এগিয়ে ছিলেন অরবিন্দরা। তবে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই চীন শেষ মুহূর্তে ২১-১৯ ব্যবধানে জয় নিশ্চিত করে বিপর্যয়ের হাত থেকে বাঁচে। চীনের কাছে হেরেও পুল বি -তে দ্বিতীয় স্থান অর্জন করে ইন্ডিয়ান ক্যাজার্স যারা বাছাইপর্বে ফিলিপাইন, কোরিয়া প্রজাতন্ত্র এবং ম্যাকাও চীনের বিপক্ষে জিতে মূল ড্রয়ে প্রবেশ করে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

শনিবার ফিবা 3×3 এশিয়া কাপ ২০২৫ -এর কোয়ার্টার ফাইনালে বিশ্বের ২২ নম্বর দল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত (Indian Basketball Team)। অন্যদিকে বৃহস্পতিবার ভারতীয় মহিলা বাস্কেটবল দল বাছাইপর্ব থেকেই বাদ পড়েছে।