Kalighat Skywalk: নতুন বছরের আগেই মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হবে কালীঘাটের স্কাইওয়াক

কলকাতা

নিউজ পোল ব্যুরো: কালীঘাটে (Kalighat) প্রতিদিনই বহু ভক্তের সমাগম হয়। বিশেষ দিন থাকলে তো আর কথাই নেই। পূণ্যার্থীদের যাওয়ার সুবিধার জন্য দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াকের মতই কালীঘাটেও নির্মাণ করা হয়েছে স্কাইওয়াক (Kalighat Skywalk)। অপেক্ষা শুধু সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার। নতুন বছরে এই স্কাইওয়াক উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে ভক্তদের জন্য রয়েছে সুখবর। নতুন বছরের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন হতে চলেছে।

সূত্রের খবর চৈত্রের শেষদিনেই কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ওই দিনে প্রতিবছরে মন্দিরে পুজো দিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরেও তার অন্যথা হবে না। ওই দিন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি স্কাইওয়াকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কাজ প্রায় শেষের পথেই বলে খবর। ২০২৪ সালের কালিপুজোর সময়ে উদ্বোধন হওয়ার কথা ছিল তবে কাজ শেষ না হওয়ার কারণে সেটা সম্ভব হয়নি। চলতি মাসের শেষেই কাজ সম্পন্ন হয়ে যাবে বলেই খবর। এই নিয়ে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “বছরের শেষদিন কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন হবে। সময় ও সূচি এখনও স্থির হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন থেকে ফিরে সেসব স্থির করবেন।”

আরও পড়ুনঃ AI-CCTV Kolkata: নগর নিরাপত্তায় অত্যাধুনিক AI-সমৃদ্ধ সিসিটিভি

সূত্রের খবর অনুযায়ী চৈত্রের শেষদিন কালীঘাটে পুজো দিতে যাওয়ার সময়ে মুখ্যমন্ত্রী হয়ত স্কাইওয়াক (Kalighat Skywalk) দিয়ে হেঁটেই হয়তো পুজো দিতে যেতে পারেন। তাই শেষ মুহূর্তে স্কাইওয়াক নির্মাণের কাজ চলছে জোর কদমে। এই প্রসঙ্গে উল্লেখ্য, দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াক উদ্বোধনের দিনই মমতা কালীঘাটে স্কাইওয়াক তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার কালীঘাটে স্কাইওয়াকের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করে। স্কাইওয়াক তৈরির কথা জানানো হয় এসপি মুখার্জি রোড থেকে কালীঘাট টেম্পল রোড পর্যন্ত। প্রায় সাড়ে চারশো মিটার লম্বা স্কাইওয়াক তৈরির কথা জানানো হয়। হকারদের সরানো নিয়ে মাঝে কিছু সমস্যা দেখা দেওয়ার কারণে ঘোষণার পর কাজ শুরু হতে সময় লেগে যায় ২০২১ সালের শেষ।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/