নিউজ পোল ব্যুরো: ফের শহরের বুকে বেআইনি অস্ত্র (illegal arms) উদ্ধারে কলকাতা (Kolkata) পুলিশের এসটিএফ (Kolkata Police STF) দল। সূত্রের খবর, অভিযান চালিয়ে প্রগতি ময়দান থানার (Pragati Maidan Police Station) অন্তর্গত জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ (JBS Haldane Avenue) এলাকা থেকে দুটি ৭এমএম বন্দুক উদ্ধার করা হয়েছে, সঙ্গে পাওয়া গেছে দুটি ভর্তি ও একটি খালি কার্তুজ (cartridge)। বেআইনি অস্ত্র মজুতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। পুলিশের সন্দেহ, কোনও নাশকতার (terror plot) ছক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া দুই যুবকের নাম মোবারক হোসেন ওরফে সাহেব শেখ ,বয়স (২৬) এবং আব্রাহিম শেখ, বয়স (২৫)। তারা দু’জনেই মালদহের কালিয়াচক থানার (Kaliachak Police Station) নারায়ণপুর গ্রামের বাসিন্দা। এসটিএফ খবর পাওয়া মাত্রই অভিযান চালান (secret intelligence)। তদন্তে এই দুই যুবকের নাম উঠে আসে। জানা যায় এই দুই যুবক অনেকদিন ধরেই বেআইনিভাবে অস্ত্র মজুত করছিল।

আরও পড়ুনঃBankura Incident: নর্দমায় সদ্যজাতের দেহ, তদন্তে পুলিশ
তল্লাশির সময় মোবারকের কাছ থেকে একটি ৭এমএম পিস্তল ও দুটি ভর্তি কার্তুজ পাওয়া যায়। আব্রাহিমের কাছ থেকে উদ্ধার হয় আরও একটি ৭এমএম বন্দুক ও একটি খালি কার্তুজ। অস্ত্র উদ্ধারের পরই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা কলকাতায় কেন এসেছিল? তারা কি কোনও বড় অপরাধ চক্রের (crime network) সঙ্গে যুক্ত? নাশকতার পরিকল্পনা ছিল কি না? অস্ত্রগুলি তারা কোথা থেকে পেয়েছিল?
এসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। অস্ত্র আইন (Arms Act) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক:https://www.facebook.com/share/p/1QpQXdT1he/