Malda Clash: মালদায় পটকা ফাটানোকে কেন্দ্র করে রণক্ষেত্র!

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মালদায় পটকা ফাটানোকে কেন্দ্র করে সোমবার রাত থেকে উত্তেজনা ছড়িয়েছে মোথাবাড়ি চৌরঙ্গী মোড় এলাকায় (Malda Clash)। অভিযোগ, রাত দশটা নাগাদ ওই এলাকায় পটকা ফাটানো হয়। এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার, কিছু সংখ্যক মানুষ রাস্তায় নেমে অবরোধ শুরু করে। অবরোধের মধ্যেই উত্তেজনা আরও বাড়তে থাকে। কিছু বিক্ষোভকারী দোকান ও হোটেল ভাঙচুর (vandalism) শুরু করে। রাস্তার ধারে থাকা ছোট চায়ের দোকান থেকে শুরু করে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চলে। প্রতক্ষ্যদর্শীদের দাবি, পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। পরে পুলিশের গাড়িতেও হামলা চালানো হয়। থানার সামনে থাকা পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়।

আরও পড়ুন:- Uttar Dinajpur Incident: নলি কাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

পরিস্থিতি (Malda Clash) বেগতিক দেখে বিশাল পুলিশ বাহিনী (police force) মোতায়েন করা হয়। মালদা শহর থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ লাঠিচার্জ (lathi charge) করে ও কাঁদানে গ্যাসের সেল (tear gas shell) ফাটিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব (SP Pradeep Kumar Yadav) সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রাত থেকেই ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ৩৪ জনকে গ্রেফতার (arrest) করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে। পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এদিকে, এই ঘটনার (Malda Clash) পর থেকেই সোশ্যাল মিডিয়া (social media) প্ল্যাটফর্মে নানা ভুয়ো ভিডিও (fake videos) ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, কিছু অসাধু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এলেও এলাকায় চাপা উত্তেজনা (tension) বজায় রয়েছে। পুলিশের টহলদারি চলছে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT