নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) হিসেবে মনোজকুমার আগরওয়ালকে (Manoj Kumar Agarwal) নিযুক্ত করেছে নির্বাচন কমিশন (Election Commission)। ১৯৯০ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস কর্মকর্তা মনোজ আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (Assembly elections) পরিচালনা করবেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তি প্রকাশ করে মনোজের (Manoj Kumar Agarwal) নিয়োগের ঘোষণা করেছে। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্বে ছিলেন আরিজ আফতাব, যিনি ২০১৭ সালে এই পদে নিযুক্ত হন এবং ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনসহ ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচন পরিচালনা করেন। গত বছরের ডিসেম্বর মাসে তিনি অবসর গ্রহণ করলে অস্থায়ীভাবে দিব্যেন্দু দাস এই দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন: Contai Election: ভোটারদের আইডি কেড়ে নেওয়ার অভিযোগ! কাঁথিতে রাজনৈতিক সংঘর্ষ
উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের সচিব হিসেবে কাজ করেছেন মনোজ আগরওয়াল (Manoj Kumar Agarwal)। এছাড়াও বনবিভাগ ও বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত সচিব ছিলেন। বর্তমানে রাজ্যের অগ্নি ও জরুরি পরিষেবা বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব পদে আছেন। এবার তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে নিয়োগ পেয়েছেন। এদিকে, রাজ্যের ভোটার তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেস (TMC) নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছে। তারা অভিযোগ করেছে, “বাংলার ভোটার তালিকায় (Voter list) অন্য রাজ্যের ভোটারদের নাম ঢোকানো হচ্ছে”, এবং একইভাবে “ভিন রাজ্যে ভোটারদের তালিকা যোগ করার চেষ্টা চলছে”।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এদিন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (Chief Electoral Officer) কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস ও জয়প্রকাশ মজুমদার। বিজেপি প্রতিনিধিত্ব করেন পার্থসারথী চট্টোপাধ্যায় এবং প্রবাল রাহা। এদিন এই বৈঠকে অংশ নেন শমীক লাহিড়ী, কল্লোল মজুমদার এবং কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায় সহ আরও কয়েকটি রাজনৈতিক দলের সদস্যরা। এই বৈঠকে নির্বাচনী কমিশনের বিরুদ্ধে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। বিশেষ করে ভোটার তালিকায় কিছু অনিয়ম নিয়ে। তৃণমূল কংগ্রেসের (TMC) অভিযোগ, হরিয়ানা, গুজরাট, এবং অসমের ভোটারদের নাম বাংলার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা ভোটের সঠিকতা ও স্বচ্ছতার প্রশ্ন তৈরি করছে
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT