Pool Car: স্কুলগাড়ির নিরাপত্তা বাড়াতে, আয়োজন বিশেষ শিবির

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: শিশুদের স্কুলগাড়িতে (School Transport) নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে শুধু চালক নন, অভিভাবকদেরও (Parents) সচেতন হওয়া জরুরি। স্কুলগাড়ির প্রয়োজনীয় অনুমোদন (Permit) রয়েছে কিনা, তা দেখা অভিভাবকদের দায়িত্ব। কিন্তু বাস্তবে তারা কতটা সচেতন? এই বিষয়ে সচেতনতা বাড়াতে শহরের একটি পুলকার সংগঠন (Pool Car) বিশেষ শিবিরের আয়োজন করেছে।

পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও কলকাতা পুলিশের (Kolkata Police) সহযোগিতায় শহরের বিভিন্ন স্কুলের সামনে এই সচেতনতা শিবির (Awareness Camp) করছে। দক্ষিণ কলকাতার (South Kolkata) একটি স্কুলের সামনে আয়োজিত শিবিরে জানানো হয়, স্কুলগাড়ির নম্বরপ্লেট (Number Plate) অবশ্যই হলুদ (Yellow) হতে হবে। তবে অনেক সাদা নম্বরপ্লেটের গাড়ি (White Number Plate Vehicle) স্কুলগাড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা বেআইনি। কলকাতা পুলিশ এবং মোটর ভেহিক্‌লস দফতর (Motor Vehicles Department) কোনওভাবেই এই গাড়িগুলোকে স্কুলগাড়ি হিসেবে অনুমোদন দেওয়া হয়নি।

সংগঠনের পরামর্শ অনুযায়ী, অভিভাবকদের নিশ্চিত করতে হবে:

•গাড়ির বৈধ অনুমতি (Valid Permit) আছে কিনা।

• চালকের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা আছে কিনা।

•গাড়ির টায়ার, ওয়াইপার-সহ অন্যান্য যন্ত্রাংশ ঠিকঠাক আছে কিনা

•১৭ থেকে ২৭ জনের বসার ব্যবস্থা থাকলে একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির উপস্থিতি।

•গাড়ি স্কুলে পৌঁছানোর পর এবং ছুটির সময় মহিলাকর্মীর উপস্থিতি।

আরও পড়ুন:http://Akhil Giri: ‘ভুয়ো’ ভোটার ধরতে গিয়ে আক্রান্ত অখিল গিরি!

সংগঠনের সম্পাদক সুদীপ দত্ত বলেন, ‘‘দুর্ঘটনা হলে চালকের পাশাপাশি অভিভাবকদেরও দায় থেকে যায়। কিন্তু অনেক অভিভাবক শুধুমাত্র কম ভাড়ার (Low Cost) দিকে নজর দেন, গাড়ির বৈধতা (Legitimacy) ও নিরাপত্তা (Safety) যাচাই করেন না।’’

শিবিরে অংশ নেওয়া অভিভাবকেরা জানান, শহরের অধিকাংশ স্কুলের নিজস্ব গাড়ি নেই। ফলে তারা বেসরকারি স্কুলগাড়ির (Pool Car) ওপর নির্ভর করেন। অনেক সময় সমস্ত নিয়ম মেনে চলা গাড়ি পাওয়া কঠিন হয়, তাই বাধ্য হয়েই আপস করতে হয়। তবে এমন সচেতনতা শিবির (Awareness Camp) নিয়মিত হওয়া দরকার বলে মনে করেন তারা।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/