Burdwan University: শোকজের পর সাসপেন্ড করা হল রাজ কলেজের প্রিন্সিপালকে

breakingnews জেলা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: সাসপেন্ড করা হল  বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) রাজ কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডলকে। তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি, তহবিলের অব্যবস্থার অভিযোগ উঠেছে। শুক্রবার পরিচালন সমিতির বৈঠকে এই সমস্তকিছু নিয়ে আলোচনা হয়। তার পরেই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের পরিচালন সমিতির সভাপতি স্বপনকুমার পান রাজ কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করার কথা জানান।

 বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) রাজ কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডল যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, পরিচালন সমিতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি আদালতের দ্বারস্থ হবেন। নিরঞ্জন মণ্ডল বলেন, ‘আমার কলেজে মাত্র ৯ জন স্টাফ নিয়ে কাজ করতে হয়। অস্থায়ী যাঁরা, কাজ জানেনও না, কাজ করেনও না। এই অবস্থায় সকল শিক্ষকের সাহায্য নিয়ে কাজ করতে হয়েছে। স্টাফ না থাকায়, খুব কাজের চাপ। বুঝলামই না কর্তব্যে গাফিলতি কী করে হয়? কিছু তো বাকি নেই কাজ। তহবিলের অব্যবস্থার কথা বলছেন। সেটা তো প্রিন্সিপাল সরাসরি দেখেন না। ক্যাশিয়ার, হিসাবরক্ষক, হেড ক্লার্ক থাকার কথা। তাঁরা নেই। কোনও মতে কলেজ চালাচ্ছি।’

আরও পড়ুনঃ Bankura Incident: নর্দমায় সদ্যজাতের দেহ, তদন্তে পুলিশ

তবে  বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) কর্তব্যে গাফিলতি, তহবিলের অব্যবস্থার অভিযোগে কলেজের প্রিন্সিপালের ঘটনায় নানা মহলে নানা চর্চা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন যেখানে ছাত্রছাত্রীরা শিক্ষাগ্রহণ করতে যায় সেখানের মাথায় যিনি রয়েছেন তিনি এই ধরনের কাজ করলে ছাত্রমহলে কি বার্তা যাবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, কলেজ সূত্রে খবর মিলেছে, নিরঞ্জন মণ্ডলকে মাস তিনেক আগেই কলেজ পরিচালন সমিতি শোকজ করে। তাঁর কাছ থেকে জবাব চাওয়া হয়। পাওয়ার পর শুক্রবার ২৮ মার্চ কলেজের পরিচালন সমিতির বৈঠক বসে। প্রিন্সিপালের দেওয়া জবাব নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেখানে। কলেজ পরিচালন সমিতির সভাপতি স্বপনকুমার পান জানান, প্রিন্সিপালের উত্তর যথাযথ নয় বলে বিবেচিত হওয়ায় পরিচালন সমিতির সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে প্রিন্সিপালকে সাসপেন্ড করা হয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/