নিউজ পোল ব্যুরো: আগামী ৬ এপ্রিল রামনবমী (Ram Navami)। রাজ্যে রামনবমীকে ঘিরে অশান্তি হতে পারে এই নিয়ে লন্ডন যাওয়ার আগেই রাজ্যবাসীকে সতর্ক করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তবর্তী এলাকাতে সাধারণ মানুষ ও প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দিয়েছিলেন। রামনবমীতে বাইরে থেকে কিছু লোক এনে বিজেপি অশান্তি করতে পারে বলেও আশঙ্কাপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে কোনও রকম কোনও বিশৃঙ্খলা তৈরি না হয় সেই কারণে এবার শনিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে সতর্ক করে দিলেন আইজি (ADG), আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। জেনে নিন ঠিক কি বললেন তাঁরা।
সাংবাদিক সম্মেলনের শুরুতে সতর্ক করে রাজ্যের মানুষদের উদ্দেশ্যে জাভেদ শামিম , ”সামনে রাজ্যে উৎসবের মরশুম। ইদ আছে, রামনবমী আছে। এই সময়ে রাজ্যের সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে অশান্তির ছক করছে কিছু কিছু গোষ্ঠী। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঘৃণা ছড়ানোর পরিকল্পনা হচ্ছে। পুলিশ অত্যন্ত সতর্ক। আপনাদেরও সবাইকে সাবধানে থাকার অনুরোধ করছি।” এর পরেই তিনি রাজ্যের মানুষকে বলেন, “কোনও প্ররোচনা কিংবা গুজব শুনে উত্তেজিত হবেন না। নিজেদের এলাকার উপর নজর রাখুন। বেগতিক কিছু দেখলেই পুলিশকে জানান। পুলিশ ২৪ ঘণ্টা আপনাদের সাহায্য করতে প্রস্তুত। এখানকার পরিবেশ কেউ নষ্ট করতে পারবে না। যারা চেষ্টা করবে, তাদের রুখে দিতে হবে।”
আরও পড়ুনঃ Kalighat Skywalk: নতুন বছরের আগেই মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হবে কালীঘাটের স্কাইওয়াক
পাশাপাশিএডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, ”গোপন সূত্রে আমাদের কাছে খবর এসেছে, আসন্ন উৎসবের সময়ে এ রাজ্যে অশান্তির পরিকল্পনা চলছে। বিভিন্ন পোস্টারের মাধ্যমে উসকানি, প্ররোচনা দেওয়ার ছক হচ্ছে। পুলিশ সতর্ক আছে। শ্যামপুরে এমন একটি অশান্তির খবর পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৪টি ধারায় মামলা দায়ের হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঝগড়া-অশান্তি বাঁধানোর চেষ্টা করছে কেউ কেউ। বিশেষত রামনবমীকে টার্গেট করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। আপনারা কেউ প্ররোচনায় পা দেবেন না। নিজেরা শান্তিতে থাকুন, অযথা ভয় পাবেন না। তবে কোথাও কারও কাজে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন।” দুই পুলিশকর্তা বলেছেন, ”কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। ভয়ও পাবেন না। তবে খুব সতর্ক থাকুন। কোথাও কোনও অশান্তি হতে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। গোপন সূত্রে আমরা খবর পেয়েছি, কিছু শক্তি অশান্তি ছড়ানোর পরিকল্পনা করছে। রামনবমীতে (Ram Navami) পোস্টার থেকে প্ররোচনা তৈরি হতে পারে। এদের থেকে সাবধান। পুলিশও যথেষ্ট সতর্ক আছে।”
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/