Hardik Pandya : ভুলে যাও ২০২৪! নতুন মরশুমে নতুন ভোরের অপেক্ষায় রোহিত-হার্দিক

আইপিএল ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: গত ২০২২ সালে অধিনায়ক হিসেবে আইপিএলে চ্যাম্পিয়ন করেছিলেন গুজরাট টাইটানসকে (Gujarat Titans)। নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে খেলতে না পারায় এবারে সেই গুজরাটের বিরুদ্ধেই তাদের ঘরের মাঠে আইপিএল (IPL 2025) অভিযান শুরু করতে চলেছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। সেইসঙ্গে আবারও ভারত অধিনায়ক রোহিতকে (Rohit Sharma) দেখা যাবে হার্দিকের নেতৃত্বে খেলতে। এক বছর পর যে দৃশ্য সমর্থকরা কীভাবে নেন, ক্রিকেট দুনিয়ার নজর থাকবে সেদিকেই।

আরও পড়ুন: KKR vs LSG: ম্যাচ র‌ইল ইডেনেই কিন্তু কলকাতা পুলিশের মান র‌ইল কি?

সত্যি! সময় কীভাবে বদলে যায়, না? বেশিদিন তো নয়। মাত্র এক বছর আগের ছবি। ভারত অধিনায়ক রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে ব্যাটন হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) কাঁধে তুলে দিতে দুবার ভাবেনি দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির আবেগহীন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ফ্র্যাঞ্চাইজি। পরিণতিতে শুধু ওয়াংখেড়েতে নয়, দেশের প্রায় প্রতিটি মাঠেই যে দুঃসহ পরিস্থিতি হার্দিককে তাড়া করেছিল তা আজও কি তাঁর দুঃস্বপ্নে আসে না? আসতে বাধ্য। তবু সেদিনের হার্দিক আর আজকের হার্দিকের মধ্যে পার্থক্যটা আকাশ পাতালের থেকেও বেশি।

Hardik Pandya

এক বছরেরও কম সময়ে ভারত— বলা ভাল, অধিনায়ক রোহিতের জোড়া আইসিসি ট্রফি জয়ের অন্যতম কারিগর হার্দিক। বিশেষ করে, ২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে তাঁর শেষ ছটা বলই তো নিশ্চিত করেছিল হিটম্যানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার বিশ্বজয়। দিনকয়েক আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেও হার্দিকের (Hardik Pandya) ভূমিকা অনস্বীকার্য। সেই হার্দিক ফের তাঁর নেতাকে নেতৃত্ব দিতে চলেছেন শনিবার। এরপরেও যদি ক্রিকেট মহলে উত্তেজনার পারদ না চড়ে তাহলে আর কবে চড়বে?

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

সবথেকে বড় কথা, গত আইপিএল চলাকালীনও দুজনের পারস্পরিক সম্পর্কের বুনটটা আলগা হতে দেননি রোহিত। হার্দিককে যাতে বিদ্রূপ না করা হয় তার জন্য বড় দাদার মত নিজে আবেদন জানিয়েছিলেন দর্শকদের।‌ সেই ভ্রাতৃপ্রেম কি শনিবারের মোতেরাতেও দেখা যাবে না? এখন তো আবার দেশের জার্সিতে সাফল্যও একসূত্রে বেঁধে ফেলেছে দুই মহারথীকে।