নিউজ পোল ব্যুরো: শনিবার সকালে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) ডালখোলা থানার পালসা এলাকায় এক মর্মান্তিক ঘটনা সামনে আসে। উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) এক মহিলার গলার নলি কাটা মৃতদেহ উদ্ধার হয় মাঠের মাঝে। প্রথমে দৃশ্যটি দেখে হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা। নিহত মহিলার নাম মিরা সিং। তিনি পালসারই বাসিন্দা।
সূত্রের খবর, প্রতিদিনের মতো এদিনও কিছু কৃষক জমিতে কাজ করতে যান। তখনই তারা দেখতে পান রক্তাক্ত দেহটি মাঠের মাঝে পড়ে রয়েছে। আতঙ্কে সঙ্গে সঙ্গে তারা গ্রামবাসীদের খবর দেন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমায় শতাধিক মানুষ। এরপর খবর যায় ডালখোলা থানায়। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী (Police Force) ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তের পর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (Post-Mortem) জন্য পাঠানো হয়। তবে এখনও পর্যন্ত এই হত্যাকাণ্ডের (Crime Investigation) পেছনের কারণ স্পষ্ট নয়।

পুলিশের অনুমান, এটি পরিকল্পিত খুন হতে পারে। ব্যক্তিগত শত্রুতা (Personal Rivalry) থেকে খুন, নাকি অন্য কোনো প্রতিশোধের কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) সংগ্রহ করা হয়েছে, যা বিশ্লেষণ করে কোনো সূত্র পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: http://Chhattisgarh Encounter: ছত্তিশগড়ে মাওবাদী-সিআরপিএফ সংঘর্ষ, নিহত ১৬ মাওবাদী
এমন নৃশংস হত্যাকাণ্ডে (Brutal Murder) আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় (Uttar Dinajpur Inicdent) । স্থানীয়রা ভয়ে রয়েছেন, কারণ হত্যাকারী এখনো অধরা। পুলিশ আশেপাশের বাসিন্দাদের কাছে অনুরোধ করেছে, যদি কেউ সন্দেহজনক কিছু দেখে থাকেন বা কোনো তথ্য থাকে, তাহলে যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ দ্রুত এই হত্যাকাণ্ডের কিনারা খুঁজে বের করার চেষ্টা করছে।। পুলিশের প্রাথমিক তদন্তে ব্যক্তিগত শত্রুতা (Personal Rivalry) নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) ও প্রত্যক্ষদর্শীদের বয়ান (Eyewitness Account) সংগ্রহ করছে এবং সম্ভাব্য সন্দেহভাজনদের (Suspects) জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/1ZQjDeNwXE/