Himachal Pradesh: হঠাৎ ঝড়ে ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে, মর্মান্তিক মৃত্যু ৬ জনের

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: রবিবার হিমাচল প্রদেশের কুল্লুতে গুরুদ্বার মানিকরণ সাহেবের (Gurdwara Manikaran Sahib ) কাছে ভয়াবহ ভূমিধস ( landslide) । তাতেই মর্মান্তিক মৃত্যু হল ৬ জনের। দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কুল্লু ( Kullu) জেলার মানিকরণে জোড়াল হাওয়ার কারণে যানবাহনের উপর গাছ ভেঙে পড়ার জেরেই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা নাগাদ হঠাৎ ৪০ থেকে ৫০ কিমি গতিতে ঝড় বইতে শুরু করে ওই অঞ্চলে। ঝড়ের হাত থেকে রেহাই পেতে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়তে শুরু করেন মানুষ। এই সময় মণিকরণ গুরুদ্বারের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপর উপড়ে পড়ে একটি গাছ। গাড়ির ভিতর সেই সময় একাধিক যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। কুল্লুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অশ্বিনী কুমার জানিয়েছেন,
“কুলুতে মানিকরণ গুরুদ্বার পার্কিংয়ের কাছে গাছ ভেঙে পড়ার পর ছয়জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। পুলিশ এবং জেলা প্রশাসনের উদ্ধারকারী দল আহত পাঁচজনকে জারির স্থানীয় কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করে।” তিনি জানিয়েছেন, “মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং চারজন আহতকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এবং প্রশাসনের একটি দল উপস্থিত রয়েছে।”এই দুর্ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, একটি বলেরো গাড়ির উপর পড়ে রয়েছে আস্ত গাছ। এক ব্যক্তি পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, ‘মা সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল।’

আরও পড়ুনঃ SMVT Bengaluru-Kamakhya AC Express: কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু বাঙালি যাত্রীর

আহতদের চিকিৎসার জন্য জারি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে চিকিৎসক দল, পুলিশ এবং রাজস্ব কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করছেন। কুলুর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বিকাশ শুক্লা জানিয়েছেন পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু (Sukhvinder Singh Sukhu) এবং বিরোধীদলীয় নেতা জয় রাম ঠাকুর (Jai Ram Thakur ) এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী সুখু জেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। তিনি আহতদের সমস্ত রকম চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/