নিউজ পোল ব্যুরো: বিয়ের দেড় মাসের মাথায় গৃহবধূ চরম পরিণতি। কলকাতার (Kolkata) পর্ণশ্রী (parnashree) থানার পাঠকপাড়া রোড থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ (Body Recoverd) উদ্ধার ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেহ উদ্ধারের খবর শুনেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ (police)। মৃত্যুর ঘটনা পুলিশ একটি অস্বাভাবিক মামলার রুজু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধুর নাম পূজা সিং (২৮)। দেড় মাস আগে তাঁর মুকেশ সিং নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল। মুকেশ সিং পেশায় আইটি কর্মী। পরিবারের তরফে জানানো হয়েছে পূজা সিং আত্মহত্যা করেছেন। আরও দাবি করা হয়েছে ওই বধূ নাকি শনিবার রাতে আত্মঘাতী হওয়ার আগে তাঁর
স্বামীকে ভিডিয়ো কল করেছিলেন। তবে বিয়ের এই কিছু দিনের মধ্যে কেন তিনি আত্মঘাতী হলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন। আত্মহত্যা নাকি গৃহবধূর মৃত্যুর পিছনে রয়েছে অন্য কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুনঃ Today Weather Bengal: মার্চেই গরমের দাপট! কোন কোন জেলায় তাপপ্রবাহের আশঙ্কা?
পুলিশ পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। খবর পেয়েই পর্ণশ্রী থানার অন্তর্গত পাঠকপাড়া রোড ভিড় জমে যায় স্থানীয় মানুষদের। সদ্য বিয়ের মধ্যেই কি এমন হল যে পূজা এহেন পদক্ষেপ নিলেন তা নিয়েই ধ্বন্দ শুরু হয়েছে। কলকাতায় পর পর দেহ উদ্ধারের ঘটনায় ব্যপক উত্তজনার সৃষ্টি হয়েছে। এই ঘটনার ঠিক একদিন আগেই কলকাতার (Kolkata) চারু মার্কেট (Charu market) সংলগ্ন এলাকা থেকে এক যুবকের দেহ উদ্ধার করা হয়। যুবকে অবিনাশ বাউরি (২২) নামে চিহ্নিত করা হয়েছে। ওই যুবকের মৃতদেহ চারু মার্কেট থানার একটি বহুতল থেকে উদ্ধার হয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/