Tribute Celebration: জীবন গুহর ৮৭ তম জন্মদিনে বিশেষ শ্রদ্ধা, শিল্পীদের মেলবন্ধন

কলকাতা পেজ 3

নিউজ পোল ব্যুরো: জীবনের বিশেষ দিন বিশেষ ভাবে পালন হোক! এই ইচ্ছে সবারই থাকে। তেমনই প্রখ্যাত অভিনেতা প্রয়াত জীবন গুহর (Jibon Guha) ৮৭ তম জন্মদিন (Birthday) পালন (Tribute Celebration) করা হলো ২৮ মার্চ ২০২৫। অনুষ্ঠানটি (Tribute Celebration) সম্পন্ন হয়েছে দক্ষিণ কলকাতার শিশির মঞ্চে। এই অনুষ্ঠানের (Tribute Celebration) আয়োজন করেছিলেন তাঁর সন্তানরা – জীবন্ত গুহ, পুষ্পিতা গুহ, এবং মৌ গুহ। জীবনের এই বিশেষ দিনটি স্মরণীয় (Special) করতে, গানে, নাচে, এবং জীবনের স্বরচিত কবিতার মাধ্যমে শ্রদ্ধা (Respect) নিবেদন করা হয়েছিল। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট শিল্পীরা যেমন শাহানা বকশি, লাজবন্তী রায়, দেবমাল্য চক্রবর্তী, তানিয়া দাস, অমৃতা দত্ত, বর্ণালী সরকার সহ আরও অনেক জনপ্রিয় মুখ।

আরও পড়ুন: Shah Rukh-Kajal: কাজলের সঙ্গে বিয়ে নিয়ে শাহরুখের বিস্ফোরক মন্তব্য!

জীবন গুহ (Jibon Guha) ছিলেন ৮০-৯০ দশকের অন্যতম খলনায়ক। যিনি নানা চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় (Acting) করেছেন। তিনি উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, মনোজ মিত্র, পরান বন্দ্যোপাধ্যায় সহ বহু প্রখ্যাত অভিনেতার সাথে কাজ করেছিলেন। তবে, তাঁর কর্মজীবনের সময় তিনি কখনও শোবাকির আলোতে নিজেকে প্রতিষ্ঠিত করেননি, বরং তিনি ছিলেন এক নিঃশব্দ সঙ্গী। যে আড়ালে থেকে অভিনয় করে গেছেন।

জীবন গুহর (Jibon Guha) জন্ম ১৯৩৮ সালে পূর্ববঙ্গের বরিশালে। তাঁর শৈশব অতিবাহিত হয়েছিল কলকাতায় (Kolkata)। এক ঝড়ঝঞ্ঝার সময় তিনি তার পরিবার নিয়ে কলকাতায় চলে আসেন। কলকাতা আসার পর নেতাজি নগর স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি বিজয়গড় কলেজে পড়ালেখা করেন। কর্মজীবন শুরু হয় ১৯৬৪ সালে। তবে ১৯৭০ সালে টালিগঞ্জ (Tollygunge) পাড়ায় প্রবেশের পর তার অভিনয় জীবন শুরু হয়। তিনি ১৯৭৪ সালের পর থেকে নানা ছবিতে অভিনয় শুরু করেন, যার মধ্যে কিছু হিট ছবি ছিল।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

জীবন গুহ শুধু একজন অভিনেতা ছিলেন না তিনি একজন দক্ষ লেখকও ছিলেন। তার লেখা অনেক গল্প এবং কবিতা প্রকাশিত হয়েছে। এখনও অনেক অপ্রকাশিত রচনা রয়েছে। তাঁর লেখা দুটি গল্পের ওপর ভিত্তি করে কেন্দ্র সরকার দুটি সিনেমা তৈরি করেছে। যার মধ্যে একটি হলো “ইমান” এবং অন্যটি “সারে জাহা সে আচ্ছা”।

জীবন গুহর সন্তানরা জানান, তাঁদের বাবার লেখা গল্প ও কবিতার বইগুলি প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে আরও অনেক অপ্রকাশিত কাজ প্রকাশ করতে চান তারা। জীবনের প্রতি তাঁর ভালবাসা এবং মিশুকে ব্যক্তিত্বের জন্য, তিনি সকলের হৃদয়ে চিরকাল অম্লান থাকবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT