নিউজ পোল ব্যুরো: ৭.৭ মাত্রার ভূমিকম্পে ( 7.7 magnitude earthquake) তছনছ হয়ে গিয়েছে মায়ানমার (Myanmar)। লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখনও পর্যন্ত ১,৬০০ জনেরও বেশি মানুষের নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এই অবস্থাতে সাহাজ্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। ক্ষতিগ্রস্ত অঞ্চলে ৬০ শয্যা বিশিষ্ট একটি চিকিৎসা কেন্দ্র সহ চিকিৎসা সহায়তা প্রদানের জন্য অপারেশন ব্রহ্মা (Operation Brahma) চালু করেছ। ভারত থেকে মানবিক সহায়তা পাঠানো প্রথম বিমান মায়ানমারের ইয়াঙ্গুন (Yangon) বিমানবন্দরে পৌঁছেছে। এই খবর জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
বিদেশমন্ত্রী জানিয়েছেন, “অপারেশন ব্রহ্মা ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সাতপুরা এবং আইএনএস সাবিত্রী ৪০ টন মানবিক সহায়তা বহন করে ইয়াঙ্গুন বন্দরের দিকে রওনা দিয়েছে।” ভারত থেকে প্রথম বিমানে ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। চিকিৎসা ও অস্ত্রোপচারের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ইতিমধ্যেই মায়ানমার পৌঁছে গিয়েছে ভারতীয় সেনার শত্রুজিৎ ব্রিগেডের ১১৮ সদস্যের মেডিক্যাল টিম। ভারতের টিম মান্দালয়ে ৬০ শয্যার ক্যাম্প তৈরি করবেন ইমার্জেন্সি অস্ত্রোপচার, ট্রমা কেস ও সাধারণ চিকিৎসা করবেন। তাছাড়াও এনডিআরএফের ( NDRF) তরফেও ৮০ সদস্যের টিম পাঠানো হয়েছে উদ্ধারকাজে সাহায্যের জন্য। ভূমিকম্পের পরেই মায়ানমার জুন্তা বাহিনীর জেনারেল মিন আঙ্গ হিলাইংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভারতের পক্ষ থেকে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রতিবেশী দেশটিকে সাহায্য করার জন্য নয়াদিল্লির দৃঢ় সংকল্পের প্রতিফলন হিসেবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মায়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সাথে কথা বলেছেন এবং বলেছেন যে ভারত মায়ানমারের জনগণের পাশে রয়েছে।
আরও পড়ুনঃ Kolkata: বিয়ের দু’মাসও হয়নি, উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানির জন্য আমাদের গভীর সমবেদনা জানাই। ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসেবে, ভারত এই কঠিন সময়ে মিয়ানমারের জনগণের সাথে সংহতি প্রকাশ করেছে।” তিনি আরও বলেন, “অপারেশন ব্রহ্মার অংশ হিসেবে দুর্যোগ ত্রাণ সামগ্রী, মানবিক সহায়তা, অনুসন্ধান ও উদ্ধার দলগুলিকে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হচ্ছে।” অপারেশন ব্রহ্মার (Operation Brahma) পাশাপাশি ভারতের পক্ষ থেকে দুটি জাহাজ পাঠানো হয়েছে এবং আরও দুটি জাহাজ পাঠানো হবে বলে জানানো হয়েছে। জানানো হয়েছে, প্রথম জাহাজে ১০ টন ও দ্বিতীয় জাহাজে ৩০ টন ত্রাণসামগ্রী রয়েছে। ৩১ মার্চের মধ্যে আইএনএস সতপুরা ও আইএনএস সাবিত্রী-দুটি জাহাজ ইয়াঙ্গন পৌঁছে যাওয়ার কথা।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/