নিউজ পোল ব্যুরো: স্বাধীনতার পর থেকে দেশের কোনও প্রধানমন্ত্রী যোগ দেননি RSS-র অনুষ্ঠানে। এই প্রথম দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী যোগ দিলেন RSS-র অনুষ্ঠানে । এর আগে দেশের কোনও প্রধানমন্ত্রীই প্রকাশ্যে আরএসএসের অনুষ্ঠানে যোগ দেননি। নাগপুর সফরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) হেডগেওয়ার (Keshav Baliram Hedgewar )স্মৃতি মন্দিরে ( RSS Smruti Mandir) একটি নোট লিখে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) তাৎপর্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী RSS-এর প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার এবং দ্বিতীয় সরসঙ্ঘচালক (প্রধান) এম এস গোলওয়ালকরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। যা নিয়ে সমালোচনার ঝড় বইছে বিরোধী শিবিরে।
প্রধানমন্ত্রী মোদী রবিবার নাগপুরের রেশমিবাগে আরএসএসের সদর দপ্তরের কাছে স্মৃতি মন্দির দর্শনে যান । তাঁর চিঠিতে প্রধানমন্ত্রী মোদী হিন্দিতে লিখেছেন, “শ্রদ্ধেয় ডঃ হেডগেওয়ার জি এবং সম্মানিত গুরুজীদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। এই স্মৃতি মন্দির পরিদর্শন করার পর আমি অভিভূত, যা তাদের স্মৃতি সংরক্ষণ করে।” গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “ভারতীয় সংস্কৃতি, জাতীয়তাবাদ এবং সংগঠনের মূল্যবোধের প্রতি নিবেদিত এই পবিত্র স্থান আমাদের জাতির সেবায় এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে।” রবিবার, দেশের সেবায় নিবেদিতপ্রাণ অগণিত স্বেচ্ছাসেবকদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে এই স্মৃতিস্তম্ভের ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুনঃ MI vs KKR: স্বস্তি ফিরিয়ে অনুশীলনে নারিন, মুম্বই ম্যাচের আগে ফুরফুরে নাইটরা

নমো বলেছেন, “এই স্থানের সঙ্গে যুক্ত সকল মহান ব্যক্তিত্বের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম জাতির সেবায় নিবেদিতপ্রাণ লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবকদের জন্য শক্তির উৎস হিসেবে কাজ করে।” আমাদের প্রচেষ্টার মাধ্যমে ভারত মাতার গৌরব উজ্জ্বল হোক।” এই বলেই প্রধানমন্ত্রী তাঁর মন্তব্য শেষ করেন এবং ভারতের গৌরব কামনা করেন। একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ জাতির প্রতি নমো তাঁর দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর আরএসএসের প্রশাসনিক সদর দপ্তর রেশিমবাগের স্মৃতি মন্দির পরিদর্শনের সময় আরএসএস প্রধান মোহন ভাগবত উপস্থিত ছিলেন। তবে এই সফরের পর থেকেই বিজেপির সভাপতি নির্বাচন নিয়েও চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর এই নিতে প্রধানমন্ত্রী মোদী আরএসএস প্রধানের সঙ্গে বৈঠকে বসবেন, আজ রবিবারেই হয়ত চূড়ান্ত হতে পারে বিজেপির সভাপতির (BJP President) নাম।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/