নিউজ পোল ব্যুরো: সরকারি জমি বিক্রি করে দেদার নিজেদের স্বার্থ চরিতার্থ করছে! এদিকে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই! কেন? এই অভিযোগকে সামনে রেখেই জমি বিক্রির অভিযোগে রাস্তা অবরোধ বিজেপি (BJP) কর্মীদের। শিলিগুড়ি (Siliguri) সাউডাঙ্গি রোডে বিজেপির (BJP) কর্মী সমর্থকরা সরকারি জমি বিক্রির অভিযোগে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
আরও পড়ুন: South Kolkata: চারু মার্কেটে যুবকের দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
তাদের অভিযোগ, শিলিগুড়ি (Siliguri) ইস্টার্ন বাইপাস এবং সাহুডাঙ্গি রোডের সংলগ্ন এলাকায় সরকারি জমি ও ব্যক্তিগত মালিকানাধীন জমি নিয়ম ভেঙে জমি মাফিয়ারা বিক্রি করছে। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে, তবে প্রশাসন একাধিকবার চেষ্টা করেও কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর, প্রশাসন সক্রিয়ভাবে জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালিয়ে কিছু আটকও করেছিল। কিন্তু তৃণমূল (TMC) নেতৃত্বের শক্তিশালী সম্পর্কের কারণে রেয়াদ করেনি কাউকেই প্রশাসন। কয়েকদিন কাজ দেখিয়ে মুখ্যমন্ত্রীর নজরে এসেই আবার সেই ঢিলেঢালা। ফের জমি মাফিয়াদের কার্যকলাপ শুরু হয়।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

বিজেপি (BJP) কর্মীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা সরকারি জমি বিক্রি করে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে এবং প্রশাসন কোনও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। এই অবস্থায় তারা জমি মাফিয়াদের গ্রেফতার করার দাবি জানিয়ে শিলিগুড়ি (Siliguri) সাউডাঙ্গি রোডে পথ অবরোধ করেন। তাদের এই প্রতিবাদ কর্মসূচি অবিলম্বে যানজট সৃষ্টি করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এনজেপি থানার পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে তাদের শান্ত করতে চেষ্টা করা হয়। পরে বিজেপি কর্মীরা নিজেদের দাবি মেনে অবরোধ তুলে নেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপির (BJP) দাবি, প্রশাসন শাসক দলের চাপের কারণে কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না ফলে জমি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে।